বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনের মধ্যে ভারতীয় ৩, অনুপ্রবেশ মামলা

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে গত শুক্রবার রেখে গেছে বিএসএফ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৭৮ জনের মধ্যে ৩ জন ভারতীয় বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনের মধ্যে ৩ জন ভারতীয়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দেওয়া হয়েছে।

বাকি ৭৫ জন বাংলাদেশি এবং তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বন বিভাগ জানিয়েছে, গত শুক্রবার ভোরে বিএসএফ সদস্যরা সুন্দরবনের গহীনে মান্দারবাড়িয়া এলাকায় কয়েকটি স্পিডবোটে করে এসে সেখানকার চরে ৭৮ জনকে নামিয়ে রেখে চলে যায়।

পরে বন বিভাগ শনিবার রাতে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে এবং রোববার রারে তাদের শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, বিএসএফের রেখে যাওয়া ৩ ভারতীয় নাগরিকের বাড়ি আহমেদাবাদে। 

বাংলাদেশি ৭৫ জনের মধ্যে বেশিরভাগ নড়াইল জেলার বাসিন্দা। এছাড়া, ৮ জনের বাড়ি সাতক্ষীরা, যশোর, বরিশাল ও ঢাকা জেলায়।

ওসি হুমায়ুন কবির বলেন, 'তিন ভারতীয় নাগরিক আব্দুর রহমান (২০), হাসান শাহ (২৪) ও সাইফুল শেখের (১৯) বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে কোস্টগার্ডের মংলা পশ্চিম জোনের কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন। বাকি ৭৫ জনের স্বজনদের খবর দেওয়া হচ্ছে, স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হবে।'

Comments