যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি

দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১১টায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেছেন।

দুপক্ষের আলোচনায় শুল্ক বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

এ সময় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও চলমান শুল্ক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয়পক্ষ পারস্পরিক সুবিধার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের এ বৈঠক  বৃহস্পতিবার ওয়াশিংটনে শেষ হয়।

বিস্তারিত আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক স্থান পায়।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের  পক্ষ থেকে ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও মেধাস্বত্ব এবং বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন  বিভাগ থেকে শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শুক্রবারও এ আলোচনা চলবে।

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

7h ago