স্লুইসগেট খুলে দেওয়ায় গাজনার বিলের ২০০ বিঘা জমির ধান পানির নিচে

পানির ওপর কিছু ধানগাছের সবুজ মাথা বেরিয়ে থাকলেও বেশিরভাগ ধান ডুবে গেছে। ছবি: স্টার

পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে পাট জাগ দেওয়ার জন্য ও মৎস্যজীবীদের চাহিদার পরিপ্রেক্ষিতে স্লুইসগেট খুলে পানি প্রবেশ করানো হয়েছে। এতে বিপাকে পড়েছেন বিশাল বিলের বাদাই অংশের আমন চাষিরা।

আকস্মিক স্লুইসগেট খুলে পানি ছেড়ে দেওয়ায় বাদাই এলাকার প্রায় দুই শতাধিক বিঘা জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। 

সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, সুজানগর উপজেলার বাদাই গ্রামের অংশে গাজনার বিলে পানিতে ভরে গেছে৷ পানির ওপর কিছু ধানগাছের সবুজ মাথা বেরিয়ে থাকলেও বেশিরভাগ ধান পানিতে ডুবে গেছে।

ছবি: স্টার

বাদাই গ্রামের কৃষক বকুল শেখ জানান, এবার দশ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। তবে এক রাতের ব্যবধানেই পানিতে তলিয়ে গেছে সাত বিঘা জমির ধান। এতে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

শুধু বকুল শেখই নন, তার মতো আরও শতাধিক কৃষকের কপালে একই চিন্তার ভাঁজ। এখন কীভাবে এই ক্ষতি পোষাবেন ভেবে কূল পাচ্ছেন না কৃষকরা।

অপর কৃষক রিজাই শেখ বলেন, 'বিলের ৫০০ বিঘা জমির মধ্যে ২০০ বিঘা জমির আমন ধান এখন পানির নিচে। যদি ধীরে ধীরে অল্প করে পানি ছাড়া হতো তাহলে এমন ক্ষতির মুখে পড়তে হতো না আমাদের।'

ছবি: স্টার

এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ সাংবাদিকদের জানান, পাটচাষিদের চাহিদার পরিপ্রেক্ষিতে ও বিলে মৎস্য সম্পদের কথা চিন্তা করে জুলাইয়ের শুরুতে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বলেন, 'পানি ছাড়ার কারণে কিছু জমির ফসল নষ্ট হলেও আমন উৎপাদনে এর কোনো প্রভাব পড়বে না।'

ডুবে থাকা বেশিরভাগ ধান পানির সঙ্গে সঙ্গেই বেড়ে যাবে বলেও জানান তিনি। 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago