নির্বাচনের আগে পুলিশে যোগ হচ্ছে ৪ হাজার এএসআই

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেবে সরকার। এর মধ্যে দুই হাজার জনকে সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষা মাধ্যমে এবং দুই হাজার কনস্টেবলকে পদোন্নতি দেওয়া হবে।

আজ বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের তথ্য জানিয়েছেন।

মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, লটারির মাধ্যমে সিভিল সার্ভিসের পদায়ন দেওয়া হচ্ছে না, হবেও না। তিনি বলেন, লটারির মাধ্যমে পদায়নের বিষয়টি আলোচনা হলেও সেটার বাস্তবায়ন যৌক্তিক মনে হচ্ছে না।

প্রসঙ্গত, এর আগে সরকারের উপদেষ্টা পর্যায়ের একাধিক বৈঠকে আগামী নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়নের আলোচনা হয়েছিল।

এক প্রশ্নের জবাবে মোখলেস বলেন, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন, তার সব ধরনের পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ পক্ষপাতিত্ব করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Airport fire exposes costly state negligence

The blaze that gutted the uninsured cargo complex of Dhaka airport on Saturday has laid bare a deep and dangerous negligence in risk management across government installations.

5h ago