দুধকুমার নদে ভেসে এলো মৃত গন্ডার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে একটি মৃত গন্ডার ভেসে এসেছে।
আজ বুধবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে মৃত গন্ডারটি দেখতে পান স্থানীয়রা।
বন কর্মকর্তাদের ধারণা, কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভারতের আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান বা আশপাশের বনাঞ্চল থেকে প্রাণীটি বাংলাদেশে ভেসে এসেছে।
তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, স্থানীয়রা আমাকে জানায় নদে বড় কোনো প্রাণী ভেসে এসেছে। পরে গিয়ে দেখি মৃত গন্ডার। অনেকটাই পচে গেছে।
স্থানীয় পরিবেশকর্মী রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি দুধকুমার নদে শত শত গাছের গুঁড়ি, মৃত গবাদিপশু ও মাছ ভেসে আসছে। এতে নদের স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খবর পেয়ে কুড়িগ্রাম বন কর্মকর্তা সাদিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী এবং যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা সরেজমিনে পরিদর্শন করেন।
বন কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, গন্ডারটি অত্যন্ত ভারী, সরানো সম্ভব নয়। তাই মাটিচাপা দেওয়ার প্রস্তুতি চলছে।
জাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, প্রাণীর দেহটি আপাতত পলিথিনে ঢেকে রাখা হয়েছে। প্রাকৃতিকভাবে পচন প্রক্রিয়া শেষ হলে, এর হাড় সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। পরে যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যেন গবেষণা ও শিক্ষার কাজে ব্যবহার করা যায়।
Comments