গাজীপুরে অটোরিকশাচালকের হামলায় ট্রাফিক পুলিশ আহত

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশাচালকের হামলায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ (৫০) নড়াইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত।
এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক মুস্তাকিনকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ও টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে যেতে মানা করেন। কিন্তু চালক মুস্তাকিন নির্দেশ অমান্য করে রাস্তায় প্রবেশের চেষ্টা করেন। তখন কনস্টেবল তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মুস্তাকিন কনস্টেবলের হাত থেকে টেস্টার ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করেন।
ট্রাফিক ইনস্পেকটর মাসুম মিয়া বলেন, এক অটোরিকশাচালক আমার এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আটক করি। আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Comments