‘হামলার আশঙ্কায়’ ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

মার্কিন দূতাবাস
ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার মধ্যরাত থেকে বারিধারা কূটনৈতিক অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের আশেপাশে পুলিশ বিশেষ ইউনিট সোয়াট এবং গোয়েন্দা দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিরাপত্তা হুমকির কারণে সোমবার রাত ১২টা থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে। আগামীকাল (বুধবার) পর্যন্ত তারা সেখানে থাকবে।'

পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট হুমকি সতর্কতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'গোয়েন্দা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নিরাপত্তা জোরদার করেছি এবং সংশ্লিষ্ট সব ইউনিটের সঙ্গে সমন্বয় করেছি।'

'কূটনৈতিক নিরাপত্তা বিভাগে আমরা সবসময় সতর্ক থাকি এবং প্রয়োজনে তাৎক্ষণিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি', বলেন তিনি।

হুমকির বিষয়ে জানতে চাইলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালাউদ্দিন সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তদন্ত শুরু করেছি।'

কে এই হুমকি দিয়েছে—জানতে চাইলে তিনি বলেন, এখনো তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আমরা নিশ্চিতভাবে তা বলতে পারব।

Comments