পরিবেশ দূষণ ও অনিয়মের অভিযোগে গাজীপুরে পোল্ট্রি ফার্মে ৪ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ দূষণসহ নানা অনিয়মের অভিযোগে একটি পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলার কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ লিমিটেডে এই অভিযান চালানো হয়।

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তামান্না তাসনীম বলেন, 'ডায়মন্ড এগ লিমিটেড দীর্ঘদিন ধরে বিধি-বহির্ভূতভাবে পরিচালিত হয়ে আসছে।'

ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'মুরগির বিষ্ঠা ও বর্জ্য নিষ্পত্তির উপযুক্ত ব্যবস্থা না থাকায় আশপাশের পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।'

ইউএনও জানান, মঙ্গলবার বিকেলে তার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর যৌথ এই অভিযান পরিচালনা করে।

তামান্না তাসনীম বলেন, 'ফার্মে উৎপাদিত বর্জ্য ব্যবহার করে জৈব সার তৈরির পর বিপুল পরিমাণ অবশিষ্ট বর্জ্য খোলা স্থানে ফেলে দেওয়া হচ্ছে, যা এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ অধিদপ্তরের ১৯৯৫ সালের বিধিমালা ও ২০১০ সালের সংশোধিত ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'ফার্মটিতে অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের কাজে নিয়োজিত রাখা হয়েছে।'

এ বিষয়ে কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. রবিউল ইসলাম বাঁধন প্রমুখ।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

58m ago