দীপু চন্দ্র হত্যাকাণ্ড: পরিবারের পাশে সরকার ও নাগরিক সমাজ
ময়মনসিংহে নিহত কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও আলোকচিত্রী শহীদুল আলম।
সরকারের পক্ষে আজ মঙ্গলবার ময়মনসিংহে দীপুর গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা।
তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
এদিন দীপু চন্দ্রের গ্রাম পরিদর্শন করেন বিশিষ্ট আলোকচিত্রী ও নাগরিক কোয়ালিশনের আহ্বায়ক শহীদুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
পরিদর্শন শেষে শহীদুল আলম বলেন, 'ন্যায় বিচার আমরা অবশ্যই আদায় করে ছাড়বো। শুধু বিচার নয়, ভবিষ্যতে যেন বাংলাদেশে এমন ঘটনা আর না ঘটে, সেটাও নিশ্চিত করতে হবে।'
তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে একজন অসহায় শ্রমিককে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মব-চালিত সহিংসতার ভয়ংকর দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে 'ধর্মীয় অনুভূতিতে আঘাতের' অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
সরকার জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।


Comments