আবারও মাথা উঁচু করে দাঁড়াবে দ্য ডেইলি স্টার: উপদেষ্টা সাখাওয়াত হোসেন
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, ভয়াবহ এক বিপর্যয়ের পরও সাহস নিয়ে পত্রিকাটি আবার ঘুরে দাঁড়াবে।
আজ রোববার দ্য ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, 'আমি খুবই দুঃখিত।'
বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি স্বাধীন ও দৃঢ় গণমাধ্যম অপরিহার্য—এ মন্তব্য করে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের ভূমিকা কোনো ব্যক্তি বা সরকারের পক্ষে কিংবা বিপক্ষে দাঁড়ানো নয়। বিশ্বের কোথাও কোনো গণমাধ্যম স্থায়ীভাবে একপক্ষে অবস্থান করে না।
তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমের পরিমণ্ডল এক রাতেই গড়ে ওঠেনি। বাংলাদেশের মতো একটি দেশে দ্য ডেইলি স্টার সময়ের সঙ্গে ধীরে ধীরে বিকশিত হয়েছে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।
তবে তিনি বলেন, 'দ্য ডেইলি স্টারের মতো একটি পত্রিকা আবারও মাথা উঁচু করে দাঁড়াবে—এ বিষয়ে আমি নিশ্চিত।'
এম সাখাওয়াত হোসেন জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিবৃতি দিয়ে সংহতি প্রকাশ করেছে এবং সরকারের অনেকেই কার্যালয়ে এসে সমর্থন জানিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, এত বড় ধ্বংসযজ্ঞের পরও পত্রিকাটি বন্ধ না হয়ে কাজ চালিয়ে গেছে—এটাই সাহসের প্রমাণ। সাহসের ওপর দাঁড়িয়ে থাকা এই পত্রিকা আবারও ঘুরে দাঁড়াবে।
উপদেষ্টা বলেন, 'আমি আশা করবো, আমরা সবাই সহনশীল ও সহায়ক থাকব। বৈষম্যহীন সমাজের দাবিতে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এক অকল্পনীয় ধাক্কার মধ্য দিয়ে গেছে, যেখানে অনেক রক্ত ঝরেছে। আমি আশা করি, আমরা সেই চেতনাকে সমুন্নত রাখতে পারব।'
আগামী নির্বাচিত সরকার অতীত থেকে শিক্ষা নেবে—এ প্রত্যাশা জানিয়ে সাখাওয়াত বলেন, 'এসব বিষয় তাদের জন্য শিক্ষণীয়। যখন সেই সরকার দায়িত্ব নেবে, তখন তারা এগুলো আরও স্পষ্টভাবে বুঝবে এবং দেশের সংবাদপত্র, মুদ্রিত ও ইলেকট্রনিক গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখবে বলে আমি বিশ্বাস করি।'
গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে সংঘবদ্ধ হামলা চালায় একদল লোক। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়, মূল্যবান জিনিসপত্র লুট করে, ভবনের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়। সে সময় ইংরেজি দৈনিকটির সাংবাদিক ও কর্মীরা জলন্ত ভবনের ভেতর কয়েক ঘণ্টা আটকা থাকেন।


Comments