রৌমারী সীমান্ত দিয়ে ৩ জনকে বিএসএফের পুশ-ইন
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া বিওপি আওতাধীন চর বোয়ালমারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।
জামালপুরে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের গয়টাপাড়া বিজিবি কোম্পানি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ১০৫৯ সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা ওই ৩ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
তারা হলেন—ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার বাসিন্দা মৃত জমদার আলীর মেয়ে আয়েশা খাতুন, কলিয়াবর থানার মৃত আব্দুল জব্বারের ছেলে রুস্তম আলী এবং রোহা থানার সমর আলীর ছেলে ইদ্রিস আলী।
বিজিবি আরও জানায়, পুশ-ইনের পর ওই ৩ জন চর বোয়ালমারী সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
নায়েক সুবেদার মানিক মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুশ-ইনকৃত ৩ জনকে বিজিবি ক্যাম্পে আনা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
এর আগে, আজ ভোরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা ১৪ জনকে আবারও ভারতে ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার ১৪ ভারতীয় নাগরিককে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।'


Comments