কুড়িগ্রাম

সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের সড়ক নির্মাণ, বন্ধ করল বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সড়ক নির্মাণ করছিল। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সড়ক নির্মাণ আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার খলিশাকোঠাল এলাকায় আন্তর্জাতিক সীমানায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট–১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণকুঠি বিএসএফ ক্যাম্পের ইনস্পেক্টর দীপক কুমার।

প্রায় আধাঘণ্টাব্যাপী এ বৈঠকে উভয় পক্ষের ছয়জন করে মোট ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

সুবেদার আবু তাহের দ্য ডেইলি স্টারকে জানান, পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪ এর সাব-পিলার ১ নম্বর থেকে ১১ নম্বর সাব-পিলার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ভারতের ভেতরে একটি পুরোনো সড়ক আছে।

সীমান্তঘেঁষা এ সড়কটি কোথাও আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় ৫০–৬০ গজ, কোথাও ৭০ গজ কিংবা কোথাও ১০০-১২০ গজ দূরত্বে অবস্থিত।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো দেশ সড়ক কিংবা স্থাপনা নির্মাণ করতে পারে না।

স্থানীয়দের অভিযোগ, গত ৪ দিন ধরে ওই পুরোনো সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করে ভারতীয় নির্মাণকর্মীরা। এর তত্ত্বাবধান করছিল বিএসএফ।

বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বিএসএফের কাছে একাধিকবার আপত্তি জানিয়ে কাজ বন্ধের অনুরোধ জানায়। 

কিন্তু, সড়ক নির্মাণকাজ কাজ বন্ধ না রেখে বরং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে অব্যাহত রাখা হয়।

খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা সোলেমান সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৪ দিন ধরে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে সীমান্তের খুব কাছে নতুন পাকা সড়ক নির্মাণ করা হচ্ছিল। বিজিবি সদস্যরা টহল জোরদার করে কয়েক দফা কাজ বন্ধ রাখার চেষ্টা করলেও বিএসএফ রাতের বেলা কাজ চালিয়ে যায়।'

এ বিষয়ে বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের ডেইলি স্টারকে জানান, 'সড়ক নির্মাণের ঘটনায় আজ বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ সড়ক নির্মাণকাজ বন্ধ রাখবে বলে বৈঠকে জানিয়েছে।'

'বর্তমানে বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English