এই মুহূর্তে এই সরকারকে নিরপেক্ষ ভাবতে পারছি না: মির্জা আব্বাস

mirza_abbas_ds
মির্জা আব্বাস | ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'এই মুহূর্তে এই সরকারকে আমি অন্তত নিরপেক্ষ ভাবতে পারছি না।'

তিনি আরও বলেন, 'সরকার কারও পারপাস সার্ভ করছে, এই সরকার কোনো পরিস্থিতিতেই জনগণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়।'

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।

মির্জা আব্বাস আরও প্রশ্ন তোলেন, 'শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন?'

'যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, এখানে মিছিল-মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কীভাবে?'

তিনি বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে? খুব বলা হয়েছিল, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কী ঠেকা পড়ে গেছে ভাই? বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারেনি। আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং আমিও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছি।'

'যারা আজকে বলে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, তারা দেশ এবং জাতির শত্রু। কারণ একমাত্র বিএনপি আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য,' যোগ করেন তিনি।

সচিবালয়ের ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করে প্রশ্ন তুলে আব্বাস বলেন, 'যাদের এখন জেলখানায় থাকার কথা, তারা এখন সচিবের দায়িত্ব পালন করছেন।'

সরকারের অনেক উপদেষ্টা বাংলাদেশের নাগরিক নন উল্লেখ করে তিনি বলেন, 'আমার মাঝে মাঝে মনে হয়, আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি?'

'ইচ্ছা করলেই কেন আমরা সেন্ট মার্টিন যেতে পারি না! কেন আমরা সাজেক যেতে পারব না? কেন আমরা বাঘাইছড়ি যেতে পারব না? আমি সরকারের কাছে জানতে চাই, আমরা কি পরাধীন কোনো দেশে বসবাস করছি? সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেক যেতে আমাদের পাসপোর্ট ভিসা লাগবে—আমি সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই।'

তিনি বলেন, 'বিএনপি সময় যারা সচিব ছিল, তারা এখনো রিটারমেন্টে যায় নাই, তাদের সব বাতিল করে দিয়েছে। এখন আরও শুরু হয়েছে প্রশাসনে, বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে।'

বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

মানবিক করিডর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'অনেক রাজনৈতিক দল আছে, বিএনপি ছাড়া অন্য কেউ কিন্তু এই করিডর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কী কারণে? জামায়াত কথা বলে না কেন? অন্যান্য যে পীর সাহেবেরা আছেন, উনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে একটু কথা বলার সময় সবাই এক হয়ে যান! অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটেপুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো।'

দেশে অনেক বিদেশিদের আগমন ঘটেছে দাবি করে তিনি বলেন, 'সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসছে। আমার ধারণা, এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই মুহূর্তে এই সরকারকে আমি অন্তত নিরপেক্ষ ভাবতে পারছি না।'

'সরকার কারও পারপাস সার্ভ করছে, এই সরকার কোনো পরিস্থিতিতেই জনগণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই—আমার দেশ, দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন? আমার প্রশ্নগুলো জবাব দিয়ে এই সরকারকে প্রমাণ করতে হবে তারা দেশপ্রেমী সরকার।'

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

The victim, Zahid, was not involved in the clash and had gone out with friends when he got caught in the middle of the violence, family says

26m ago