সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে অনেক সমস্যার সমাধান হবে: জামায়াত আমির

শফিকুর রহমান। ছবি: টেলিভিশন লাইভ থেকে নেওয়া

সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন ও ব্লকেডসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে অস্থিরতা দেখা দিয়েছিল, আপাতত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই। আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে—একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আরেকটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতিব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।

তিনি বলেন, নির্বাচন কখন হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভেতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। দ্বিতীয়ত আমরা বলেছি নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।

'আবার সব সংস্কারই সরকারের পক্ষে করা সম্ভব না। কিছু সুনির্দিষ্ট বিষয় তারা হাত দিয়েছে। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার আছে। সংস্কারের সঙ্গে জড়িত অনেক দলের দাবি-দাওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে। দল যেহেতু আলাদা, মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক।'

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

4h ago