অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র প্রতিনিধিকে সরাতে যড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম

নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। ছবি: স্টার

অন্তর্বর্তী সরকার থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে সরাতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ বুধবার বিকেলে নরসিংদীতে অনুষ্ঠিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

নাহিদ বলেন, 'অন্তর্বর্তী সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুজন ছাত্র প্রতিনিধি আছেন। যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নন, তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি। তারা জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন। কিন্তু তাদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আওয়ামী ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমরা আবারও সংগঠিত হচ্ছি, আমাদের দাবি থেকে আমরা সরে দাঁড়াইনি। আবারও একই দাবি নিয়ে রাজপথে নামব। দাবি আদায় করেই ছাড়ব।'

এনসিপি আহ্বায়ক বলেন, 'গত এক বছরে আমাদের বিরুদ্ধে নানা যড়যন্ত্র হয়েছে, জুলাইয়ে আমাদের কার্যক্রমকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশের নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। আমরা কিছু বলিনি, কিন্তু আমরা দাবি থেকে সরে দাঁড়াইনি। আমরা আবারও সংগঠিত হয়ে দাবি আদায় করেই ছাড়ব।'

'দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। নরসিংদীতে ভূমিদস্যতা ও চাঁদাবাজি রয়েছে, আমরা তাদের নরসিংদী থেকে বিতাড়িত করেই ছাড়ব,' বলেন তিনি।

নাহিদ আরও বলেন, 'গত ৫ মাসে সারাদেশের মানুষ আমাদের নাগরিক পার্টিকে যে সাড়া দিয়েছেন, আগামী নির্বাচনেও আমাদের তারা বিজয়ী করবে।'

আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী জেলার আহবায়ক আওলাদ হোসেন জনি, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।
 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago