মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ফাইল ছবি

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার দলটির যুগ্ম সদস্য সচিব ও সেলের মিডিয়া সম্পাদক মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে আরও জানানো হয়, আগামীকাল রোববার নাহিদ মালয়েশিয়া যাবেন এবং রোববার পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

তিন দিনের সফরে এনসিপি আহ্বায়ক প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন।

এছাড়া, বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ। যেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, শিক্ষার্থী ও প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদেরকে কীভাবে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম।

আগামী ২৫ আগস্ট তার দেশের ফেরার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago