‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে সেফ এক্সিটের কথা ভাবছে অনেক উপদেষ্টা’

নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে এখন সেফ এক্সিটের কথা ভাবছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সম্প্রতি এখন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেন এনসিপি নেতা নাহিদ।

সাক্ষাৎকারে উপদেষ্টা পরিষদ নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, 'যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা। সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া।'

অনেক উপদেষ্টা 'নিজেদের আখের গুছিয়েছেন' এবং 'গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন' বলেও অভিযোগ করেন তিনি। সময় আসলে এসব উপদেষ্টার নাম প্রকাশ করবেন বলেও হুশিয়ারি দেন তিনি।

নাহিদ বলেন, 'অনেক উপদেষ্টাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেইফ এক্সিট নিয়ে ভাবছে। তাদের মনে হয়েছে, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। আবার এটাও সত্য, রাজনৈতিক দলগুলো (উপদেষ্টাদের) নানান বাঁধা দিয়েছে।'

ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে গ্রহণ করা উচিত হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, 'অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে এই সরকার তিন মাসও টিকত না।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি।

এর তিন দিন পর আত্মপ্রকাশ করে তার নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি।

Comments