নির্বাচনের দিনই গণভোট হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই: আমীর খসরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আমীর খসরু বলেন, 'আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে, গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটি ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার, নতুন করে এই বিষয় সামনে আনার কোনো সুযোগ নেই।'
তিনি আরও বলেন, 'নির্বাচনের দিন দুটি ব্যালটের মাধ্যমে গণভোট হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি—আগামী দিনও সেটার কোনো পরিবর্তন হবে না।'
বিএনপির এই শীর্ষ স্থানীয় নেতা বলেন, 'ভোট করবে রাজনৈতিক দলগুলো। রেকমেন্ড অনেকে অনেক কিছু করতে পারে, আমাদের অনেকগুলো রেকমেন্ডেশন ছিল যেগুলো ঐকমত্যে আসেনি। আমরা সই করেছি তো, যতটুকু ঐকমত্য হয়েছে।'
প্রত্যেকটি বিষয় ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'ঐকমত্যের বাইরে গিয়ে কে কী বলছে, কে কী রেকমেন্ড করছে এটা তাদের ব্যাপার, থাকতেই পারে। আমাদের সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু বিএনপি এখানে ঐকমত্য পোষণ করে না, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই।'
যুক্তরাজ্য হাই কমিশনারের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে খসরু বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গত এক দশকের বেশি সময় আলোচিত হয়েছে। এই কারণে যে, তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয়। এ জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বছরগুলোতে দাবি তুলেছে। সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয়।'
'যদিও আজকে আমাদের একটা অন্তর্বর্তী সরকার আছে, এটা কোনো দলীয় সরকার নয় কিন্তু তারপরও অন্তর্বর্তী সরকারের ভেতরে যে কিছু কিছু লোক আছে, যারা প্রশ্নবিদ্ধ হয়েছে; শুধু বিএনপি কর্তৃক প্রশ্নবিদ্ধ হয় নাই, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং যে কাজগুলো হয়েছে, সে কাজগুলো আবার রিভিউ করার প্রশ্ন আসছে। আমরা বলেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,' যোগ করেন তিনি।
এ সময় বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় সে ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে আলোচনার খুব বেশি কিছু নেই জানিয়ে তিনি বলেন, 'কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা উনার সিদ্ধান্ত। উনি সঠিক সময়ে, খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন এটা পরিষ্কার।'


Comments