দেশে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

মির্জা ফখরুল বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে, সত্যিকার অর্থে এই সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। তারা যে কমিশন গঠন করেছে, দীর্ঘ আট-নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে। ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি। সেগুলোতে আমরা 'নোট অব ডিসেন্ট' দিয়েছে, অর্থাৎ মতভেদ থাকলেও মূল যেই সংস্কার সনদ, তাতে স্বাক্ষর করেছি। 

তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নেবো এবং আমাদের ঘোষণাপত্রে এসব সংস্কার-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে সেই বিষয়গুলো পুনরায় সংসদে উত্থাপন করে পাস করাব, দেশের পরিবর্তন আনব।

বিএনপি মহাসচিব বলেন, যেদিন ঐকমত্যের নথি জমা দেওয়া হলো, মনে আছে- সেদিন বৃষ্টি হচ্ছিল। তার আগে আবার সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আমরা আবার ঠিকঠাক করে সব রাজনৈতিক দলগুলো একমত হয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সেখানে স্বাক্ষর করলাম। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা উপস্থাপন করা হলো, তখন দেখা গেলো অনেক পার্থক্য। বিশেষ করে আমাদের 'নোট অব ডিসেন্ট'গুলো উল্লেখ করা হয়নি। সে জন্য আমরা বলেছি, এটা বিশ্বাস ভঙ্গ। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এটা আমরা আশা করিনি।

'আমি খুব পরিষ্কার বলতে চাই, আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই।'

তিনি আরও বলেন, সেই নির্বাচনকে আজ বানচাল ও বিলম্বিত করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে। সেখানে দুইটা কারণ থাকবে। একটি ভোট গণভোটের জন্য, আরেকটি ভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে, আমি অন্তত মনে করি না।
 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago