বিএনপিকে আলোচনার টেবিলে ডাকল জামায়াত

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: স্টার

গণভোট আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে 'বিরোধের কারণে' যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা নিরসনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

আজ রোববার সন্ধ্যায় রাজধানী মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন অস্পষ্টতা চায় না। মানুষ চায় একটা সমঝোতা, একটা সমাধান।'

'আমি এ বিষয়ে বিএনপিকে আলোচনার জন্য আহ্বান করছি। জামায়াতে ইসলামী এবং বিএনপি যদি একটি সমঝোতার কাছাকাছি আসে তাহলে এটা সকল দলের মত হিসেবে প্রতিষ্ঠা হবে,' বলেন তিনি।

মুহাম্মদ তাহের বলেন, 'এটা হলে যে সংকটের আভাস আমরা দেখছি সেটা থেকে এই জাতি পরিত্রাণ পাবে।'

তিনি বলেন, 'জামায়াতে ইসলামী এবং বিএনপি যদি একটি সমঝোতার কাছাকাছি আসে তাহলে বাকি যারা রাজনৈতিক স্টেক আছেন আমরা তাদের সাথেও আলোচনা করব, একটা গাইডলাইন তৈরি করব। তখন সেটা সর্বজনীন সকল দলের মত হিসেবে রূপান্তরিত হবে। যদি তাই হয় তাহলে আমরা আশা করি আজকে যে সংকটের আভাস আমরা দেখছি সেটা থেকে এই জাতি পরিত্রাণ পাবে।'

তাহের আরও বলেন, 'যদি সমঝোতা না হয়, ইলেকশন না হয়, তাহলে কী হবে? ফ্যাসিবাদ এসে যাবে। আপনি যদি ফ্যাসিবাদ না চান আসেন শান্ত হোন। আমরাও শান্ত হই। 'আমরা কৌশলী হতে চাই না। আমরা খেলতে চাই না। রাজনীতির খেলা আছে। কিন্তু বেশি খেলাটা রাজনীতিকে ঝুঁকিপূর্ণ করে দেয়।'

এ পর্যায়ে তাহের বিএনপিকে উদ্দেশ্য করে আবার বলেন, 'আসেন আমরা বসি। ওপেনলি বসি। আমরা কথা বলি। (কথা) বলে একটা সমন্বয়, সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আগামীতে বাংলাদেশ কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে (সেটা নির্ধারণ করি)।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago