দেশে কোথাও অমোচনীয় কালি পাইনি: চাকসু সিইসি

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ছবি: রাজিব রায়হান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক মনির উদ্দিন বলেছেন, দেশে কোথাও অমোচনীয় কালি পাওয়া যায়নি।

ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এর আগে অভিযোগ করেন, ভোটারদের আঙুলে ব্যবহার করা কালি সহজেই মোছা যাচ্ছে।

পরে এক ব্রিফিংয়ে অধ্যাপক মনির উদ্দিন বলেন, কবাজার (চট্টগ্রাম) থেকে ঢাকা, আমরা সব জায়গায় খুঁজেছি। আমরা তো নির্বাচন কমিশনের অফিসেও গিয়েছিলাম। কিন্তু অমোচনীয় কালি খুঁজে পাইনি।

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলছে।

কিছু কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে মোট ৬৮৯টি বুথে ভোটগ্রহণ চলছে।

Comments