চাকসু নির্বাচন: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে।
চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব আরিফুল হক সিদ্দিকি আজ বুধবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সাংবাদিকদের এমনটি জানান।
এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
কলা ও মানববিদ্যা অনুষদের ছয়টি বুথে ১টা পর্যন্ত ৩০ শতাংশ এবং আরও ছয়টি বুথে ৩৫ শতাংশ ভোট পড়ে বলে জানান অনুষদের ডিন ও রিটার্নিং অফিসার অধ্যাপক মো. ইকবাল শাহীন খান। এই অনুষদে মোট ভোটার পাঁচ হাজার ২৬৩ জন।
সামাজিক বিজ্ঞান অনুষদে ভোট পড়েছে ৪৪ শতাংশ। মোট ভোটার ছয় হাজার ৬১৮ জন। বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ১টা ৪৫ মিনিট পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং অফিসার অধ্যাপক মো. আল আমিন।
Comments