চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পেলোসি

ছবি ভিডিও থেকে নেওয়া

চীনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে অবতরণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে  এ কথা বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছরের মধ্যে এই প্রথম মার্কিন হাউসের কোনো স্পিকার তাইওয়ান সফর করলেন। এই সফর নিয়ে কয়েকদিন ধরে মার্কিন-চীন সম্পর্ক নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এমনকি বাইডেন প্রশাসনের সতর্কতা সত্ত্বেও তাইওয়ানে অবতরণ করলেন পেলোসি।

তাইওয়ানের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, পেলোসি রাতে তাইপেইতে থাকবেন বলে মনে করা হচ্ছে।

তাইওয়ানে পেলোসির ফ্লাইটের অবতরণ তার এশিয়া সফরের সফরসূচিতে তালিকাভুক্ত ছিল না। তবে বিষয়টি কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল। সম্ভাব্য ভ্রমণ নিয়ে চীন বারবার সতর্ক করেছে এবং পাল্টা কর্মসূচির হুমকিও দিয়েছে।

সোমবার পেলোসির সফরের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে চীন বলেছে, বেইজিং যদি মনে করে তার 'সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা' হুমকির মুখে পড়েছে, তবে চীনা সামরিক বাহিনী 'অলসভাবে বসে থাকবে না'।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার বলেন, তাইওয়ান সফরের সিদ্ধান্তটি স্পিকারের ছিল। 

Comments

The Daily Star  | English

ACC to scrutinise affidavits of aspirants

For the first time, the Anti-Corruption Commission will scrutinise the affidavits of general election aspirants to hold them accountable for their declared assets and liabilities.

9h ago