ভারতের বিপক্ষে সাফল্যে মেয়েরা বোনাস পেল ৩৫ লাখ টাকা

Bangladesh women cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

ভারতের সঙ্গে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ফারজানা হক পিংকি এই সংস্করণে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। এর আগে সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও একটি ম্যাচ জিতেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এমন অভাবনীয় সাফল্য ও অর্জনের সুবাদে বড় অঙ্কের বোনাস পাচ্ছে মেয়েদের ক্রিকেট দল।

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নারীদের ৩৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সকে স্বীকৃতি জানিয়ে বোনাস দিচ্ছে বিসিবি বলে জানান বোর্ড প্রধান, 'আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, সঙ্গে যারা (ব্যক্তিগতভাবে) পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।'

পাপনের মতে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেলেও মেয়েদের ক্রিকেট দল অনেক শক্তিশালী, 'প্রথম দিন (মূলত দ্বিতীয়) ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে। ওদিনও আমি বলেছিলাম যে আমি সন্তুষ্ট, খেলা দেখে হতাশ না। বলার পেছনে কারণ ছিল একটাই, ভারতের মেয়েদের যে দলটা, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, খেলাটা আমরা হেরেছি। কিন্তু হতাশ না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ভারত। ওরা যেমন সুযোগ সুবিধা দেয়, আমরা তেমন দিতে পারি না।'

বোনাস দেওয়ার কথা আগেই অধিনায়ক নিগারকে জানিয়েছিলেন বিসিবি সভাপতি। তিনি মনে করেন, চোখে পড়ার পর মতো উন্নতি মেয়েরা করছে, 'মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি, তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে, "তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কিনা। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তবে তোমরা খুব ভালো খেলেছো।" তারপর যে খেলাটা দেখলাম সিরিজে, একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।'

Comments

The Daily Star  | English
biman flyers

Biman chooses Boeing

National carrier decides in principle to buy 14 aircraft from Airbus’s rival

49m ago