আইপিএলের বাকি অংশ আয়োজনে রাজি হয়নি আরব আমিরাত!

আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, ধাক্কা খেতে হয় তাদের—কারণ দুবাইয়ের ভেন্যুটি এরমধ্যেই বুক করে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর প্রতিশ্রুতি রক্ষার্থেই আইপিএল আয়োজনে অপারগতা জানিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনায় পিএসএলের বাকি অংশ আয়োজন আরব আমিরাতে করবে পিসিবি। এখনও ৮টি ম্যাচ বাকি রয়েছে তাদের। তবে উত্তেজনার শুরুতেই পিসিবি আরব আমিরাতের সঙ্গে আলোচনা করে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।

সংবাদে তারা জানায়, আমিরাত ক্রিকেট বোর্ডকে আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছিল ভারত। তবে দুবাইয়ে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ইসিবি, কারণ তারা ইতিমধ্যেই পিসিবির সঙ্গে পূর্ব নির্ধারিত চুক্তিতে আবদ্ধ রয়েছে। গত ৮ মে রাতে এই চুক্তি সম্পন্ন হয় এবং এরপরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়।

আরব আমিরাতের প্রত্যাখ্যানে আইপিএল আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আপাতত এক সপ্তাহের মতো এই আসর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন সেপ্টেম্বর মাসে আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের সম্ভাব্য সময় জানিয়ে বিকল্প চিন্তা করছে বিসিসিআই। তবে, এই সময়সূচি এশিয়া কাপ ২০২৫-এর সঙ্গে সংঘর্ষে আসতে পারে, যার ফলে উভয় টুর্নামেন্টের লজিস্টিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে।

শুক্রবার পিসিবি নিশ্চিত করেছে যে আঞ্চলিক কিছু অনিশ্চিত পরিস্থিতির কারণে পিএসএলের বাকি ম্যাচগুলো, প্লে-অফসহ ফাইনাল, এখন আরব আমিরাতে আয়োজন করা হবে, কারণ  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই বাকি ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত ঘোষণা করা হবে।

এদিকে, বিসিসিআই আপাতত এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে ভারতীয় কিছু সংবাদমাধ্যম। শেষ পর্যন্ত দেশের বাইরে এই আসর আয়োজন সম্ভব না হলে ভারতের দক্ষিণে চেন্নাই ও বেঙ্গালুরুতে বাকি ম্যাচগুলো হতে পারে। ভারত–পাকিস্তান সীমান্ত থেকে এই ভেন্যু দুটির দূরত্ব অনেক দূরে।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago