সময়মতই আমিরাত সফর, পাকিস্তান নিয়ে সতর্ক পথে আলোচনায় বিসিবি

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

ভারত-পাকিস্তানে চলমান সংঘাতে সরাসরি প্রভাবিত হয়েছে বাংলাদেশের দলের সূচিও। চলতি মাসেই যে পর পর দুই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান যাওয়ার কথা লিটন দাসদের৷ আমিরাত সফর নিয়ে নিশ্চয়তা দিলেও পাকিস্তান সফর নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।

সূচি অনুযায়ী শারজায় ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের।  পাকিস্তান সফর সামনে রেখে অনেকটা প্রস্তুতির আদলে এই সিরিজ রেখেছিলো বিসিবি।

২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে পাঁচ ম্যাচের সিরিজ আছে বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যেখানে পিএসএলই স্থগিত হয়ে গেছে,  রিশাদ হোসেন-নাহিদ রানাদের উড়িয়ে আনতে হয়েছে। সেখানে বাংলাদেশ দল পাঠাবে কিনা তা সংশয়ে। পাকিস্তান না গেলে আমিরাত সফর হবে কিনা তা নিয়েও ছিলো দ্বিধা।

 

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানালো আমিরাত সফর হবে সময়মতই। আর পাকিস্তান নিয়ে সিদ্ধান্ত হবে আলোচনার মাধ্যমে,  সতর্ক পথে।

 

বিসিবি জানায়,  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)  আলোচনা করছে।

খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সফর সংক্রান্ত সকল সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সতর্ক বিবেচনার মাধ্যমে নেওয়া হবে এবং তা দল ও বাংলাদেশের ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।'

 

'আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ এবং প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সিরিজে অংশ নেবে। এই সিরিজ আগামী সপ্তাহে শুরু হবে।'

 

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,  ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি। যুদ্ধ থেমে গেলে পাকিস্তান সফরও সময়মত হতে পারে৷ যদিও নিরাপত্তার বিষয়টি আগের চেয়েও বেশি গুরুত্ব পাবে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago