দুই বছর পর বাংলাদেশ দলে ফিরলেন ইবাদত

চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর এবার জাতীয় দলেও ফিরলেন ইবাদত হোসেন। প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে জায়গা পেলেন এই অভিজ্ঞ পেসার। তার ফেরার দিনে বাদ পড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা।

২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হাঁটুতে চোট পান ইবাদত। তাতে অস্ত্রোপচার করাতে হয় তার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত বছরের শেষ দিকে ঘরোয়া টুর্নামেন্ট ফিরেন। সে ধারায় এবার ফিরলেন জাতীয় দলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরও জানায়, টেস্ট দলের অধিনায়ক হিসেবে আরও এক বছর বহাল থাকছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালে এই দায়িত্ব নেওয়ার পর ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আগের মতোই।

এই সফরে ইবাদত ছাড়াও বাংলাদেশ দলে ফিরেছেন লিটন কুমার দাস, নাহিদ রানা ও হাসান মুরাদ। এর আগে জাতীয় দলে ডাক পেলেও এখনও অভিষেক হয়নি মুরাদের। তবে অনুমিতভাবেই ফিরেছেন লিটন ও নাহিদ। পিএসএল খেলতে যাওয়ায় সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না লিটন। আর প্রথম টেস্ট খেলে পিএসএলে খেলতে গিয়েছিলেন নাহিদও।

আর অনেক দিন থেকেই রান খরায় থাকা জয়ের সঙ্গে বাদ পড়েছেন তানভির ইসলাম ও তানজিম হাসান।

গলে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৭ জুন থেকে, আর দ্বিতীয় ম্যাচটি কলম্বোতে গড়াবে ২৫ জুন থেকে। এই সিরিজের জন্য আগামী ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম ভূঁইয়া, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং সৈয়দ খালেদ আহমেদ।

বিস্তারিত আসছে...

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago