লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও নিলেন না মুল্ডার

সবে মাত্র টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হয়েছে। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করেছে চার সেশন। এরমধ্যেই অনেক রেকর্ড গড়া অধিনায়ক উইয়ান মুল্ডার এগিয়ে যাচ্ছিলেন ব্রায়ান লারার রেকর্ডের দিকে। কিন্তু সবাইকে কিছুটা অবাক করে দিয়ে ইনিংস ঘোষণা করে দেন মুল্ডার। ফলে অক্ষতই রইল লারার ৪০০ রানের রেকর্ড।

সোমবার বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিরতিতে যাওয়ার আগে মুল্ডারের সংগ্রহ ছিল ৩৬৭ রান। বিরতির পর আর ব্যাটিংয়ে না নামলে সেখানেই থামে তার ইনিংস। ৩৩৪ বল মোকাবেলা করে ৪৯টি চার ও ৪টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

২০০৪ সালে অ্যান্টিগা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেন লারা। যা এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এদিন সে রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও নিলেন না মুল্ডার।

একই সঙ্গে আরও একটি রেকর্ড চাইলেই ভাঙতে পারতেন প্রোটিয়া অধিনায়ক। এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারির মারার রেকর্ড ইংল্যান্ডের ব্যাটার জন এড্রিচের। ১৯৬৫ সালে লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১০ রানের ইনিংসে ৫২টি চার আর ৫টি ছক্কা মেরেছিলেন।

তবে অ্যাওয়ে টেস্টে মুল্ডারের এই ইনিংসই ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বারবাডোজ টেস্টে ৩৩৭ রান করেছিলেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ। এছাড়া এই ট্রিপল সেঞ্চুরি টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম। ২৯৭ বলে তিন শত রান পূরণ করেন তিনি। তার আগে আছেন কেবল ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেবাগ। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেন্নাই টেস্টে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এই ভারতীয় ক্রিকেটার।

উল্লেখ্য, প্রথম দিনে করা ২৬৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিন শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন মুল্ডার। তানাকা চিভাঙ্গার লো ফুলটস বল স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিয়ে ট্রপল সেঞ্চুরি পূরণ করেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটার হিসেবে ব্যক্তিগত তিন শতকের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন হাশিম আমলা।

Comments

The Daily Star  | English
enforced disappearance report Bangladesh

75% of disappearance survivors Jamaat-Shibir, 68% of those still missing BNP

Commission of Inquiry on Enforced Disappearances submits final report to CA Yunus

11h ago