ভারতকে হারাতে পারে শুধু ভারতই: হরভজন

এশিয়া কাপের রোমাঞ্চকর লড়াইয়ে আগামী রোববার আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মাঠের লড়াই শুরুর আগেই দুই দলের ক্রিকেটার, দুই দেশের সমর্থক ও বিশেষজ্ঞদের মধ্যে কথার লড়াই যেন বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। এই আলোচনায় এবার যোগ দিলেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং।

বর্তমান ভারতীয় দল এতটাই শক্তিশালী যে অন্য কোনো দলের পক্ষে তাদের হারানো সম্ভব নয়, শুধুমাত্র ভারতীয় দলই এটি করতে পারে বলে মনে করেন হরভজন, 'যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা কেবল ভারতই। আমাদের দলে রয়েছে বিশাল প্রতিভা। বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকলেও নতুন খেলোয়াড়রা দারুণ পারফর্ম করতে সক্ষম।'

তবে কেবল ক্রিকেট নয়, রাজনৈতিক পরিস্থিতিকেও মাথায় রাখতে বলেছেন হরভজন। তিনি মনে করেন, পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্ক ভালো না হলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা উচিত নয়। হরভজনের কথায়, 'প্রতিটি মানুষের নিজস্ব মত থাকতে পারে। তবে সম্পর্ক ভালো না হলে ক্রিকেট বা বাণিজ্য, কোনোটাই হওয়া উচিত নয়। অবশ্যই সরকার যদি অনুমতি দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু সম্পর্কের সুষ্ঠু অবস্থা সব চাইতে জরুরি।'

তিনি আরও উল্লেখ করেছেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। আমরা "ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস"-এ খেলেছি, কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাঠে নামিনি। এটা বুঝিয়েছে, সম্পর্ক ভালো না হলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা কতটা জটিল হয়ে যায়।'

মাঠের দিকে তাকালে, পরিসংখ্যানও দেখাচ্ছে ভারতের আধিপত্য। সর্বশেষ পাঁচটি টি-টোয়েন্টিতে ভারত জিতেছে তিনটি, পাকিস্তান দু'টি। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৬ রানে জয় পেয়েছিল ভারত। এই পেছনের রেকর্ডের আলোকে, এবারের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। শুধু খেলার জন্য নয়, দুই দেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মাঠের উত্তেজনার সঙ্গে সঙ্গে মনোযোগ থাকবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের উপরও, যা ভারত-পাকিস্তান ম্যাচকে পরম রোমাঞ্চকর ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

Comments

The Daily Star  | English

Who is Sushila Karki, Nepal's new prime minister?

Nepal's 'courageous' new PM known for her integrity

20m ago