বিসিবি নির্বাচন

হাইকোর্টের আদেশ স্থগিত, কার্যকর থাকবে বিসিবি সভাপ‌তির চি‌ঠি

ছবি: বিসিবি

আসন্ন নির্বাচনে অ্যাড-হক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের নির্দেশ দিয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ জারি করেছেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ আজ সোমবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, হাইকোর্টের দেওয়া আদেশ ও এই বিষয়ে শুনানি আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। অর্থাৎ কার্যকর থাকবে বুলবুলের চি‌ঠি।

এর আগে আজ বিসিবি সভাপতি বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতার ওপর ১৫ দিনের স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি একটি রুল জারি করেছিলেন, যেখানে সরকার ও বিসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন বিসিবি সভাপতির চিঠিকে অবৈধ ঘোষণা করা হবে না।

বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়েরের পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেছিলেন।

শুনানিতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল ও মো. রফিকুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

টাঙ্গাইলের একেএম আলী ইমাম তপন, লক্ষ্মীপুরের ময়েনউদ্দিন চৌধুরী, গোপালগঞ্জের জসিমউদ্দিন খান খসরু ও রাজবাড়ীর এবিএম মঞ্জুরুল আলম দুলাল বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেছিলেন।

আবেদনকারীরা হাইকোর্টের কাছে গত ১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতির পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করেছিলেন। ওই চিঠিতে বলা হয়েছিল, যেসব আঞ্চলিক ক্রীড়া সংস্থাগুলো অ্যাড-হক কমিটির বাইরে থেকে কাউন্সিলর মনোনীত করেছে, তাদের পুনরায় মনোনয়ন পাঠাতে হবে।

বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। তা সামনে রেখে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে, আঞ্চলিক সংস্থাগুলো পরিচালনাকারী অ্যাড-হক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে হবে।

কিছু আঞ্চলিক সংস্থা এই নির্দেশনা অনুসরণ না করায় বিসিবি দুই দফায় কাউন্সিলর মনোনয়নের সময়সীমা বাড়িয়েছে। প্রথমে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত করা হলেও এরপর তা আজকের দিন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এবারের বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তামিম ইকবাল। গতকাল রোববার তিনি এই নির্দেশনার তীব্র সমালোচনা করেছিলেন। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক দাবি করেছিলেন, এটি বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থী।

রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, 'বিসিবির গঠনতন্ত্রে যে বিষয়টা আছে, যারা যোগ্য ও খেলাধুলার সঙ্গে সম্পর্কিত, তাদেরকে চাইলে জেলা প্রশাসক কাউন্সিলার মনোনয়ন দিতে পারেন। বহু বছর ধরে এটাই হয়ে আসছে। কিন্তু এবার হঠাৎ করে একটা জিনিস নতুন দেখলাম যে, অ্যাড-হক কমিটি একটা করা হলো, সেই কমিটি থেকেই কাউন্সিলার মনোনয়ন দিতে হবে। এই বিষয়টি গঠনতন্ত্রের কোথাও বলা নেই।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago