চট্টগ্রাম থেকে

ঝুঁকির পথে হাঁটবে না বাংলাদেশ

Bangladesh cricket team
ছবি: বিসিবি

নির্বাচকরা আত্মবিশ্বাসী ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই বাংলাদেশ নিশ্চিত করে ফেলবে সিরিজ। সরল পথে এই প্রত্যাশা পূরণ হলে শেষ ম্যাচের দলে তাই নতুন কাউকে বাজিয়ে দেখতে পারবেন। এজন্য প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়। কিন্তু শুরুতেই হেরে যাওয়ায় বদলে গেছে হিসেব-নিকেশ। 'বিশ্বকাপ প্রস্তুতির চিন্তা' আপাতত দূরে সরিয়ে রেখে সিরিজ জেতার দিকেই কেন্দ্রীভূত হয়েছে সকল ভাবনা। 

আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়ন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোন আন্তর্জাতিক সিরিজ নেই। আইরিশদের বিপক্ষে এই সিরিজটা তাই প্রস্তুতির চিন্তায় ভীষণ গুরুত্বপূর্ণ। যেকোনো দলই এমন সিরিজে অপূরণীয় থাকা বক্সে টিক চিহ্ন দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে। বাংলাদেশের হয়েছে উল্টো অবস্থা, একদম মৌলিক লক্ষ্য সিরিজ জয়ই নিয়েই তৈরি হয়ে আছে সংশয়।

শামীম হোসেন পাটোয়ারিকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে সিরিজ শুরুর আগেই দাবানলের মতন বিতর্ক ছড়িয়ে পড়ে। নির্বাচক কমিটিকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় অধিনায়ক লিটন দাসের সংবাদ সম্মেলন। জানা গিয়েছিলো, শেষ টি-টোয়েন্টির দলে হয়ত ফিরবেন শামীম। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দেওয়া ব্যাখ্যাতেও ছিল তেমন আভাস।

তবে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে নির্বাচক হাসিবুল হোসেন শান্ত দ্য ডেইলি স্টারকে জানান, এই মুহূর্তে কোন ঝুঁকি নেওয়ার দিকে হাঁটবেন না তারা,  'এখন আসলে ঝুঁকি নেওয়ার অবস্থা নেই। আমাদের তো আগে সিরিজটা জিততে হবে। প্রথমে যে ভাবনা ছিলো সেখানে কিছুটা বদল আনতে হয়েছে। এখন স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা কম।'

আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ ভালো উইকেটে ১৮২ রান তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। হারের দায় তাই ব্যাটারদের ঘাড়েই পড়েছে। তবে শান্ত জানান বোলিংটাও তাদের প্রত্যাশা পূরণ করেনি, 'ব্যাটিং তো ভালো করিনি আমরা, বোলিংটাও ভালো হয়নি। সব মিলিয়ে আমরা গড় মানের থেকে খারাপ ক্রিকেট খেলেছি।'

তাসকিন আহমেদ টি-১০ লিগ খেলার জন্য এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় পেস আক্রমণের শক্তি কিছুটা কমেছে। এই সুযোগটা কাজে লাগানোর পথে হাঁটতে পারেননি বাকিরা, অন্তত প্রথম ম্যাচে। মোস্তাফিজুর রহমানের জায়গা নিয়ে সংশয় নেই, প্রথম টি-টোয়েন্টি তিনিই ছিলেন সবচেয়ে কার্যকর। ৪ ওভারে দিয়েছেন কেবল ২৩ রান। বাকি দুই পেসার শরিফুল ও তানজিম রান দিয়েছে ওভার প্রতি দশের উপরে। তানজিম দুই উইকেট নিলেও ৪ ওভারে দেন ৪১, শরিফুল ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। শরিফুল প্রায়ই দশের উপর রান দিচ্ছেন, এমন সব খরুচে ওভার করছেন যাতে ম্যাচের মোমেন্টাম প্রতিপক্ষের দিকে হেলে যাচ্ছে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার জন্য বিবেচিত হতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। তিনিও দলে নিয়মিত নন। মাঝে মাঝে ডেথ ওভারে ভালো করেন, আবার শুরুর দিকে খরুচে।

ব্যাটিং লাইনআপে বদল আসার সম্ভাবনা কম। ছন্দ হারানো জাকের আলি অনিক প্রথম ম্যাচে ২০ রান করে আউট হয়ে যান, একটা জুটিতে সঙ্গ দেন হৃদয়কে। তিনি হয়ত আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন। সেরকম হলে মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেকের অপেক্ষা বাড়বে।

প্রথম ম্যাচ হারের পর শনিবার সিরিজ বাঁচানোর লড়াই। ব্যাকফুটে থাকলেও এই ম্যাচের আগে বাড়তি খাটুনির দিকে যায়নি স্বাগতিক দল। শুক্রবার ছুটির দিন একদম নির্ভার থেকে পার করেছেন তারা। প্রতিপক্ষ আয়ারল্যান্ডের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা অবশ্য মাঠে গিয়ে অনুশীলন করেছেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এই ম্যাচও শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Comments