টেকনিক্যালি এমবাপেদের আরও উন্নতি চান ফরাসি কোচ

নেশন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে ব্যবধানে হেরেছে ফ্রান্স। তবে দ্বিতীয় লেগে এই পরাজয়ের ঘাটতি পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় দলটি। এরজন্য ফ্রান্সের খেলোয়াড়দের আরও সৃজনশীল হতে হবে বলে মনে করেন কোচ দিদিয়ের দেশম। বিশেষকরে মিডফিল্ডারদের। এবং পাসিংয়েও নিখুঁততা আনতে হবে বলেও জানান তিনি।

প্রথম লেগে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন আন্তে বুদিমির ও ইভান পেরিসিচ, যেখানে ফ্রান্স কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়। যদিও মাঝ মাঠের দখল বেশি ছিল তাদেরই। এবং শটও বেশি নেয় তারা। কিন্তু মাঝমাঠের খেলোয়াড়দের আরও টেকনিক্যালি উন্নতির প্রয়োজনীয়তা দেখছেন ফরাসি কোচ।

শনিবার সংবাদ সম্মেলনে দেশম বলেন, 'মিডফিল্ড আরও সৃজনশীল হতে পারে, নির্দ্বিধায় বলা যায়। কিন্তু আমাদের সবচেয়ে বড় ঘাটতি ছিল টেকনিক্যালি নিখুঁততা, বিশেষ করে পাসিংয়ে। আমি বলবো না কাল কে শুরু করবে বা কেমনভাবে খেলবে। তবে প্রথম লেগে আমাদের ব্যালান্সের অভাব ছিল…'

'ক্রোয়েশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং আগের নেশন্স লিগেও চূড়ান্ত পর্বে পৌঁছেছিল। তারা সত্যিই দুর্দান্ত একটি দল। অনেকে হয়তো বলবে তাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় বেশি, কিন্তু সেটি তাদের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। আমি (জ্লাতকো) দালিচকেও অভিনন্দন জানিয়েছি, কারণ তিনি এই দলকে সর্বোচ্চ পর্যায়ে ধরে রেখেছেন,' যোগ করেন দেশম।

এই ম্যাচের বিজয়ী দল জুনে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন অথবা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তবে ফ্রান্সের জন্য সেমিফাইনালে ওঠা সহজ হবে না। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপেকে তার সেরা ছন্দে ফিরতে হবে। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড, জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর অক্টোবরে ও নভেম্বরে নেশন্স লিগের ম্যাচগুলোতে জায়গা পাননি। তবে এবার দলে ফিরেছেন তিনি।

প্রথম লেগে খুব একটা প্রভাব বিস্তার করতে না পারলেও দেশম এমবাপের প্রচেষ্টায় সন্তুষ্ট, 'কিলিয়ান খুব ভালো অবস্থায় আছে, ফর্মেও রয়েছে। সে খুব কার্যকর ছিল না, কিন্তু মাঠে যথেষ্ট মনোযোগী ছিল, নিজেকে উজাড় করে দিয়েছে। সে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের অসাধারণ এক সেভের শিকার হয়েছে। অধিনায়ক হিসেবে তার ভূমিকা সে খুব ভালোভাবে পালন করছে।'

এদিকে, ফরাসি কোচ জানিয়েছেন যে অলিম্পিক মার্সেইয়ের মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও রোববারের ম্যাচে খেলার সম্ভাবনা কম, কারণ তিনি পায়ের কাফ ইনজুরিতে ভুগছেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago