ধর্ষণের অভিযোগে কারাদণ্ড: আপিলে দানি আলভেসের সাজা বাতিল

ছবি: রয়টার্স

ধর্ষণের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় সাজা পেয়েছিলেন দানি আলভেস। ব্রাজিলের সাবেক ফুটবলারকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন বার্সেলোনা শহরের আদালত। সেই রায়ের বিরুদ্ধে দেশটির কাতালুনিয়া অঞ্চলের হাইকোর্টে আপিল করে জয়ী হলেন তিনি। তার শাস্তি বাতিল করে অভিযোগ থেকে খালাস দেওয়া হলো।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলভেসের আপিলের পর মূল রায়ে 'অসঙ্গতি' ও 'বৈপরীত্য' খুঁজে পেয়েছেন হাইকোর্ট।

বার্সেলোনা, জুভেন্তাস ও পিএসজির প্রাক্তন খেলোয়াড় আলভেসকে গত বছরের ফেব্রুয়ারিতে কারাদণ্ড দেওয়া হয়েছিল। পাশাপাশি ভুক্তভোগীকে ১ লাখ ৫০ হাজার ইউরো দেওয়ার জন্যও তাকে নির্দেশ দিয়েছিলেন আদালত। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

তখন রায়ে বলা হয়েছিল, 'ভুক্তভোগীর সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।' এবার আলভেসের আপিলের ওপর রায়ে হাইকোর্ট জানিয়েছেন, ভুক্তভোগীর সাক্ষ্যে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে এবং তিনি যা বর্ণনা করেছেন তা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

ব্রাজিলের হয়ে দুটি করে কোপা আমেরিকা ও কনফেডারেশন্স কাপজয়ী আলভেস গত বছরের মার্চ থেকে জামিনে মুক্ত আছেন। তিনি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে বলে আসছেন যে, ঘটনায় দুজনেই সম্মতি ছিল।

৪১ বছর বয়সী আলভেসের ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন হাইকোর্ট। তাই এখন তার স্পেন ত্যাগ করতে কোনো বাধা নেই।

তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য ভুক্তভোগীর আইনজীবী এস্তার গার্সিয়া ও আলভেসের আইনজীবী ইনেস গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন ভুক্তভোগী।

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago