উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বার্নাব্যুর জাদুর অপেক্ষায় রিয়ালের কোচ

Carlo Ancelotti

প্রথম লেগে আর্সেনালের কাছে উড়ে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কিনারে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ।  শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ঘরের মাঠে আর্সেনালকে হারাতে হবে অন্তত চার গোলের ব্যবধানে। কাজটা শুধু কঠিন নয়, সাম্প্রতিক ছন্দ বিচার করলে প্রায় অসম্ভবের কাছাকাছি। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে এর আগেও অনেক অসম্ভবকে সম্ভব করা রিয়াল আছে ম্যাজিকাল কিছুর অপেক্ষায়। কোচ কার্লো আনচেলত্তি তাকিয়ে সেদিকে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হারে রিয়াল। সেই ম্যাচে দলটি এত বাজে খেলে যে গোল হতে পারত আরও বেশি। ফিরতি লেগে নির্ধারিত ৯০ মিনিটে মধ্যে ৩ গোলের ব্যবধান না রাখলে খেলা ওখানেই শেষ। ম্যাচ অতিরিক্ত সময়ে নিতেও করতে হবে ৩ গোল।

এই হাই ভোল্টের ম্যাচের আগে আনচেলত্তি তুলে আনেন নিজেদের ডেরা বার্নাব্যুর প্রসঙ্গ। যেখানকার উত্তাল করা আবহে অনেকবারই বিস্ময়কর সব জয় পেয়েছে রিয়াল। এবারও তেমটা করতে সব কিছু নিংড়ে দিতে চান বলে জানান রিয়াল কোচ,  'বার্নাব্যুর একটা জাদু আছে, সবাই জানে এটা একটা বিশেষ পরিবেশ। আগামীকাল আমাদের সব কিছুর করতে হবে। শারীরিক সক্ষমতা, সম্মিলিত মনোভাবের দিক থেকে একটি পরিপূর্ণ ম্যাচ খেলতে হবে। এর কোনো কিছুই যেন ভুল না হয়।'

রিয়ালকে ফিরতে হলে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যামদের জ্বলে উঠতে হবে। দারুণ দক্ষতা সম্পন্ন খেলোয়াড় থাকায় আশা এখন ভরপুর আনচেলত্তির,  'ঘুরে দাঁড়ানোর মতো সম্পদ মাদ্রিদের আছে। আমাদের গুণমান, প্রতিশ্রুতি, অভিজ্ঞতা, ভক্ত সবই আছে। সম্পদ আছে এবং এখন এর সেরা ব্যবহার করার সময়...'

রিয়াল কোচ মনে করেন আগেও যেমন সমর্থকদের গলার আওয়াজ তাদের শক্তি বাড়িয়েছে, এবারও তা করবে,  '(বার্নাব্যুতে খেলাগুলো) খুবই গুরুত্বপূর্ণ কারণ ভক্তদের উৎসাহ আমাদের অনেক সাহায্য করেছে। আগামীকালও (আজ রাত) একই হবে, এই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে।'

 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago