রেফারির প্রতি সহিংসতায় ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার

বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালের শেষদিকে মেজাজ হারান অ্যান্টোনিও রুডিগার। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে রেগে গিয়ে তার দিকে কিছু একটা ছুঁড়েও মারেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার। এমন অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে মঙ্গলবার তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সেভিয়ায় গত শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ঘটনাবহুল ও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষমেশ ৩-২ গোলে হেরে যায় রিয়াল। তবে খেলার শেষ বাঁশির আগে দলটির দুই তারকা রুডিগার ও লুকাস ভাজকেজ দেখেন লাল কার্ড। অতিরিক্ত সময়ের শেষদিকে কিলিয়ান এমবাপের বিপক্ষে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। সেটা মেনে নিতে না পেরে বেঞ্চ থেকে তারা ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

রেফারি তার ম্যাচ পরবর্তী প্রতিবেদনে উল্লেখ করেন, রুডিগারকে লাল কার্ড দেখানো হয় টেকনিক্যাল এলাকা থেকে কিছু একটা ছুঁড়ে মারার জন্য, যদিও সেটা তার গায়ে আঘাত করেনি। বিবিসির ক্রীড়া বিষয়ক কলামিস্ট গিলেম বালাগ জানান, রুডিগার রেফারির দিকে একটি বরফের টুকরো ছুঁড়েছিলেন। স্প্যানিশ গণমাধ্যমও একই দাবি করেছে।

এই কাণ্ডের দায়ে ৩২ বছর বয়সী সেন্টারব্যাকের শাস্তি পাওয়া অবধারিতই ছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে শেষমেশ ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। তার অপরাধকে রেফারিদের প্রতি 'হালকা সহিংসতা' হিসেবে বিবেচনা করা হয়েছে। রুডিগার অবশ্য ফাইনাল শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চান। তার মতে, এমন আচরণের কোনো অজুহাত থাকতে পারে না।

রুডিগারের ছয় ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে স্প্যানিশ লা লিগায়। ফলে চলতি মৌসুমের শেষ পাঁচটি ও আগামী মৌসুমের প্রথম ম্যাচটি তিনি খেলতে পারবেন না। তবে মঙ্গলবারই হাঁটুতে অস্ত্রোপচারের কারণে তিনি ছিটকে গেছেন মাঠের বাইরে। তাই এই নিষেধাজ্ঞা তার ওপর সেই অর্থে কোনো প্রভাব ফেলবে না। ধারণা করা হচ্ছে, সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে রুডিগারের। অর্থাৎ এবারের মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি।

রিয়ালের আরেক ডিফেন্ডার ভাজকেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার শাস্তি কার্যকর হবে কোপা দেল রেতেই। আরএফইএফের নিয়ম অনুসারে, সাধারণত যে টুর্নামেন্টে অপরাধ প্রমাণিত হয়, সেই টুর্নামেন্টই সাজা ভোগ করতে হয়। তবে চার বা এর চেয়ে বেশি ম্যাচের নিষেধাজ্ঞা হলে সেটা লা লিগাতেও কার্যকর হবে।

কার্লো আনচেলত্তির দলের জন্য স্বস্তির খবরও আছে একটি। মিডফিল্ডার জুড বেলিংহ্যামের লাল কার্ড প্রত্যাহার করেছে স্প্যানিশ ফেডারেশন। সেদিনকার উত্তপ্ত পরিস্থিতিতে তাকে লাল কার্ড দেখানো হয়েছিল শেষ বাঁশির পর। রেফারির প্রতিবেদনে বলা হয়েছিল, বেলিংহ্যামের আচরণ ছিল আক্রমণাত্মক। কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ দিয়ে সেটাকে ভুল প্রমাণ করেছে রিয়াল।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago