প্রত্যাশিত একাদশ নিয়ে মুখোমুখি রিয়াল-বার্সেলোনা

মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্পেনের দুই জায়ান্ট দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রত্যাশিত খেলোয়াড়দের নিয়েই একাদশ সাজিয়েছেন দুই দলের কোচ। দুই দলই তাদের সবশেষ খেলা ম্যাচ থেকে কোনো পরিবর্তন আনেনি।

বার্সেলোনার গোলবার সামলানোর দায়িত্ব যথারীতি থাকছে বয়েচেক শেজনির কাঁধেই। দুই সেন্টার ব্যাক হিসেবে থাকছেন পাউ কুবার্সি ও ইনিগো মার্তিনেজ। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও শুরুর একাদশে এনি আলেহান্দ্রো বালদে। অবশ্য তাকে প্রথম একাদশে রাখবেন না তা আগেই জানিয়েছিলেন ফ্লিক। দুই ফুল ব্যাক হিসেবে খেলবেন জেরার্দ মার্তিন ও এরিক গার্সিয়া।

সেন্টার ফরোয়ার্ড হিসেবে লেভানদোভস্কিকেও শুরুর একাদশে রাখবেন না বলে জানিয়েছিলেন ফ্লিক। তাই প্রত্যাশিতভাবে একাদশে আছেন ফেররান তোরেস। দুই উইংয়ে লামিন ইয়ামাল ও রাফিনিয়া। মাঝমাঠে পেদ্রির সঙ্গে আছেন ফ্র্যাঙ্কি দি ইয়ং ও দানি ওলমো।

রিয়ালের একাদশে কিছুটা চমক উপহার দিয়ে এই ম্যাচেও আক্রমণভাগে রয়েছেন আর্দা গুলার। অফফর্মের জন্য রাখা হয়নি রদ্রিগোকে। আক্রমণভাগে তার সঙ্গে আছেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। জুড বেলিংহ্যামের সঙ্গে মাঝ মাঠে খেলবেন ফেদে ভালভার্দে ও দানি সেবায়োস।

রক্ষণভাগে দুই সেন্টার ব্যাক হিসেবে মার্কো আসেনসিওর সঙ্গে থাকছেন আওরেলিয়েন চুয়ামিনি। দুই ফুলব্যাক হিসেবে দায়িত্ব পালন করবেন লুকাস ভাসকেস ও ফ্রান্সিস্কো গার্সিয়া। আর গোলরক্ষককে হিসেবে থাকছেন থিবো কোর্তুয়া।   

বার্সেলোনা একাদশ

বয়েচেক শেজনি;  এরিক গার্সিয়া, পাউ কুবার্সি, ইনিগো মার্তিনেজ, জেরার্দ মার্তিন; পেদ্রি, ফ্র্যাঙ্কি দি ইয়ং, দানি ওলমো, লামিন ইয়ামাল, রাফিনিয়া, ফেররান তোরেস।

রিয়াল মাদ্রিদ একাদশ

থিবো কোর্তুয়া; ফ্রান্সিস্কো গার্সিয়া, মার্কো আসেনসিও, আওরেলিয়েন চুয়ামিনি, লুকাস ভাসকেস; ফেদে ভালভার্দে, দানি সেবায়োস, জুড বেলিংহ্যাম, আর্দা গুলার, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

5h ago