আনচেলত্তির প্রথম স্কোয়াডে নেই নেইমার-রদ্রিগো, ফিরলেন কাসেমিরো

neymar casemiro

আলোড়ন তুলে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া কার্লো আনচেলত্তি তার প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন। ফিটনেসের সমস্যায় থাকা তারকা নেইমার ঠাঁই পাননি সেই স্কোয়াডে। জায়গা হয়নি রদ্রিগোর।  তবে গুঞ্জন সত্য করে অনুমিতভাবেই ফিরেছেন কাসেমিরো, রিচার্লিসন ও অ্যান্তনি।

আগামী ৬ জুন বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরে গিয়ে খেলবে ব্রাজিল। ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে নিজেদের মাঠে।

ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা নেইমার পেশীর চোট থেকে সেরে ওঠার পর সান্তোসের হয়ে দুটি ম্যাচে খেলেছেন। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নেইমার। তখন বাম এসিএল এবং মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার পর থেকে খেলার বাইরে ছিটকে যান তিনি।

স্কোয়াড ঘোষণা করে আনচেলত্তি বলেন, 'আমি ভালো ছন্দে থাকা খেলোয়াড়দের নির্বাচন করার চেষ্টা করেছি। নেইমার সম্প্রতি চোট পেয়েছে। সবাই জানে নেইমার খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে সব সময় বিবেচনায় থাকবে।'

টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমিরোও ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি। ব্রাজিলের হয়ে ৭৫ ম্যাচ খেলা কাসেমিরো আনচেলত্তির পুরনো শিষ্য। রিয়াল মাদ্রিদে বহু ম্যাচ আনচেলত্তির অধীনে খেলেছেন কাসেমিরো। ব্রাজিলের দায়িত্ব নিয়েই কাসেমিরোকে ফেরানোর আভাস দিয়েছিলেন তিনি। এই অভিজ্ঞ মিডফিল্ডারকে ফেরানোর ব্যাখ্যায় তিনি বলেন, 'আমার মতে, সে একজন দুর্দান্ত খেলোয়াড়। তার সঙ্গে থাকতে পেরে আমি ভাগ্যবান ছিলাম, আমি মনে করি জাতীয় দলের এই ধরনের খেলোয়াড়ের প্রয়োজন যার ক্যারিশমা, ব্যক্তিত্ব, প্রতিভা আছে। ব্রাজিলের সবসময় অনেক প্রতিভা ছিল।'

'আধুনিক ফুটবলে, আপনাকে মনোভাব, প্রতিশ্রুতি, ত্যাগ করতে হবে এবং কাসেমিরোর তা আছে। এবং যাদের ডাকা হয়েছে তাদের অনেকেরই তা আছে।'

নেইমার না থাকলেও আছেন ভিনিসিয়ুস জুনিয়র, তবে জায়গা হয়নি আরেক রিয়াল তারকা রদ্রিগোর। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল বেটিসে গিয়ে আলো ছড়ানো অ্যান্তনি ফিরিয়েছেন তিনি। আছেন চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৪ বলে ৩৪ গোল ও ২২ অ্যাসিষ্ট করা রাফিনিয়া।

ব্রাজিল এখনও আগামী বিশ্বকাপের নিশ্চিত করতে পারেনি। ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটি হেরে দক্ষিণ আমেরিকান গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সুজা (কোরিন্থিয়ান্স)।

ডিফেন্ডার: অ্যালেক্সসান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), অ্যালেক্সসান্দ্রো রিবেইরো (লিল), বেরাল্ডো (পিএসজি), কার্লোস অগাস্টো (ইন্টার মিলান), দানিলো (ফ্ল্যামেঙ্গো), লিও ওর্তিজ (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ভ্যানডারসন (মোনাকো), ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো)।

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেরা (ফুলহ্যাম), আন্দ্রে সান্তোস (স্ট্রাসবার্গ), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এডারসন (আটালান্টা), জার্সন (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: অ্যান্তনি (বেতিস), এস্তেভাও (পালমেইরাস), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম), ভিনিসিয়ুস  জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago