ক্যাম্পে সবার আগে ফাহামেদুল, ইতালি থেকে ফিরলেন ঢাকায়

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আসন্ন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এই ক্যাম্পে সবার আগে যোগ দিচ্ছেন ইতালিপ্রবাসী তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলাম।

বুধবার সকালে রোম থেকে ঢাকায় পৌঁছান ১৮ বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন বাংলাদেশি ফুটবল সমর্থকদের উৎসাহী গ্রুপ বাংলাদেশ ফুটবল আল্ট্রাস।

ফাহামেদুলের প্রতি ভালোবাসা ও প্রত্যাশার প্রতিচ্ছবি ছিল তাদের কণ্ঠে, 'ওয়েলকাম ব্যাক, ফাহামেদুল!'

ওলবিয়া কালচিও ক্লাবের এই উইঙ্গার বিমানবন্দর থেকে সরাসরি গাড়িতে উঠে পড়েন, এবং গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান তিনি। আগামী কিছু দিনের মধ্যে জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে আরও দুই প্রবাসী ফুটবলারের—হামজা চৌধুরী (আগমন: ২ জুন) এবং শামিত সোম (আগমন: ৪ জুন, যেদিন ভুটানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে)।

এর আগেও চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে ফাহামেদুলকে ডেকেছিলেন কোচ, কিন্তু পরে আবার নিজেই তাকে বাদ দিয়ে ইতালি পাঠিয়ে দেন। সেই বিতর্কিত সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ হয়েছিল ফুটবলপ্রেমীরা। এবার তাই সবার নজর থাকবে, ফাহামেদুল শেষ পর্যন্ত ম্যাচ স্কোয়াডে ঠাঁই পান কিনা।

উল্লেখ্য, জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড আজ বুধবার ঘোষণা হওয়ার কথা, এবং পরদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

1d ago