রেকর্ড গড়েই আর্জেন্টিনা দলে অভিষেক মাস্তানতুয়োনোর

আর্জেন্টিনার নতুন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। শুক্রবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক করেই গড়লেন নতুন রেকর্ড। আর্জেন্টিনার ইতিহাসে কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেওয়া কনিষ্ঠতম খেলোয়াড় এখন এই তরুণ।

মূলত দলের একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতি মাস্তানতুয়ানোর সুযোগ করে দেয়। ২৯ জনের স্কোয়াডে চারজন ছিলেন নিষিদ্ধ, জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজ একাদশে ছিলেন না, আর মেসি ছিলেন বেঞ্চে। ৮৪তম মিনিটে জুলিয়ানো সিমেওনের পরিবর্তে মাঠে নামেন মাস্তানতুয়ানো। আর হয়ে ওঠেন কোনো অফিসিয়াল ম্যাচে খেলা সবচেয়ে কমবয়সী খেলোয়াড়।

১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে স্কালোনির অধীনে দ্বিতীয় কনিষ্ঠ ডাক পাওয়া খেলোয়াড় মাস্তানতুয়ানো। এর আগে ২০২২ সালের মার্চে ১৭ বছর ১৩ দিন বয়সে ফ্রাঙ্কো কারবোনি ডাক পেলেও অভিষেক হয় দুই বছর পর। আজকের ম্যাচের দলে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে ফাকুন্দো বুয়ানোনোত্তে (১৮ বছর ৫ মাস ২৭ দিন, ২০২৩ সালে ইন্দোনেশিয়ার বিপক্ষে) ও আলেহান্দ্রো গারনাচোকে (১৮ বছর ১১ মাস ১৪ দিন, অস্ট্রেলিয়ার বিপক্ষে) পেছনে ফেলেন মাস্তানতুয়ানো।

এতদিন এ রেকর্ড ছিল হুয়ান সারনারির, যিনি প্রাপ্তবয়স্ক হওয়ার এক মাস পর ১৯৬০ সালের প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে কোস্টারিকার বিপক্ষে অভিষেক করেন। আর সব ধরনের ম্যাচ ধরলে রেকর্ডটি ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার, যিনি মাত্র ১৬ বছর ৩ মাস ২৮ দিন বয়সে ১৯৭৭ সালে লা বোম্বোনেরায় হাঙ্গেরির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলেন। মাস্তানতুয়ানো এখন সেই তালিকায় ষষ্ঠ স্থানে।

ম্যাচ শেষে মাস্তানতুয়ানো প্রসঙ্গে স্কালোনি বলেন, 'ফ্রাঙ্কো ভালো আছে, খুশি আছে। গত কয়েক দিন আমরা তাকে একটু আলাদা রাখতে চেয়েছি। বেশি কথা বলিনি, সত্যি বলতে আমরা তার সঙ্গে খুব কমই কথা বলেছি। কারণ, এমন বয়সে প্রথম অভিজ্ঞতা খুব আবেগপূর্ণ হয়, আর যদি কোচ এসে কথা বলে, তাহলে চাপ আরও বেড়ে যায়। তাই আমরা তাকে নিজের মতো থাকতে দিয়েছি।'

এরপর স্কালোনি জানান, মাস্তানতুয়ানোর সঙ্গে তার প্রথম কথোপকথন ছিল মাঠে নামার ঠিক আগে — "আমি শুধু বলেছিলাম, 'ডান পাশে দাঁড়াও'। এটা-ই ছিল তার সঙ্গে প্রথম কথা।"

'আমি মনে করি, ওর ভবিষ্যৎ অসাধারণ। তবে ওকে যত্নের সঙ্গে গড়ে তুলতে হবে — আমরা আমাদের মতো করেই তাকে পরিচালনা করব। ভুল হতেই পারে, তবে এখন ও মাত্র ১৭ বছর। সেটা সবাইকে বুঝতে হবে। ওর সামনে বড় ভবিষ্যৎ, আর আমাদের দলকে আরও শক্তিশালী করতেও সে সাহায্য করবে,' যোগ করেন এই কোচ।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago