আক্রমণভাগে শক্তি বাড়াল ইউনাইটেড, বড় অঙ্কে কিনল সেসকোকে

ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড এক্স

স্কোয়াডের আক্রমণভাগের শক্তি আরও বাড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি বড় অঙ্কের অর্থে কিনল বেনিয়ামিন সেসকোকে। তার সঙ্গে রেড ডেভিলদের চুক্তি হলো পাঁচ বছরের জন্য।

শনিবার জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে স্লোভেনিয়ান এই স্ট্রাইকারকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সেসকোর জন্য ওল্ড ট্র্যাফোর্ডের দলটির প্রাথমিকভাবে খরচ হবে ৬ কোটি ৬৩ লাখ পাউন্ড। অন্যান্য শর্ত মিলিয়ে খরচের অঙ্কটা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে মোট ৭ কোটি ৩৭ লাখ পাউন্ড ব্যয় করতে হবে তাদেরকে।

আসন্ন ২০২৫-২৬ মৌসুম শুরুর আগে ইউনাইটেড মনোযোগ দিয়েছে আক্রমণভাগের শক্তি বাড়ানোর ওপর। গত মৌসুমের প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্সে ১৫তম হয়েছিল তারা। এমন ভয়াবহ ব্যর্থতার পেছনে মূল কারণ ছিল যথেষ্ট গোল করতে না পারা।

এবার তাই হতাশা ঝেড়ে ফেলে পুরনো শক্তিশালী রূপে ফিরতে চায় কোচ রুবেন আমোরির দল। ২২ বছর বয়সী সেসকোর আগে তারা বড় ট্রান্সফার ফিতে কিনেছে মাথেউস কুনিয়া ও ব্রায়ান এমবুয়েমোকে।

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনিয়ার জন্য ৬ কোটি ২৫ লাখ পাউন্ড খরচ করেছে ইউনাইটেড। আর ব্রেন্টফোর্ডের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড এমবুয়েমোর জন্য তাদের প্রাথমিকভাবে লেগেছে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড।

সেসকোকে পেতে আগ্রহী ছিল নিউক্যাসল ইউনাইটেডও। তবে তিনি শেষমেশ বেছে নিলেন রেড ডেভিলদের। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেছেন, 'যখন আমরা প্রকল্প নিয়ে আলোচনা করেছি, তখন এটা স্পষ্ট ছিল যে, শীঘ্রই আবারও উন্নতি করতে এবং সবচেয়ে বড় ট্রফির জন্য লড়াই করতে পারার জন্য সব কিছুই এই দলটিতে প্রস্তুত আছে।'

সবশেষ দুই মৌসুমে লাইপজিগে খেলা সেসকো সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৮৭ ম্যাচে ৩৯ গোল। জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছে ২০২১ সালে। স্লোভেনিয়ার জার্সিতে ৪১ ম্যাচ খেলে ১৬ গোল পেয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Shibir-backed Shadik, Farhad leading in top two Ducsu posts

Counting going on till 6:00am; turnout 78% in polls marked by festivities

3h ago