ইব্রার সই করা মিলান জার্সি পেয়ে বুমরাহর উচ্ছ্বাস

দুই ভুবনের দুই কিংবদন্তি—একজন ফুটবলে, আরেকজন ক্রিকেটে। সেই দুই মহারথীর পথ মিলল সম্মান আর অনুপ্রেরণার সেতুতে। ভারতের গতির প্রতীক জসপ্রিত বুমরাহ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন এসি মিলানের নাম্বার ১১ নম্বর জার্সি, যেটিতে সই করেছেন সুইডিশ মহাতারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

জার্সিটিতে ইব্রার বার্তা ছিল: 'টু জসপ্রিত! উইথ অল লাভ অ্যান্ড সাকসেস।' অর্থাৎ 'জসপ্রীতের জন্য! অনেক ভালোবাসা এবং সাফল্যের সঙ্গে।'

ইনস্টাগ্রাম স্টোরিতে বুমরাহ লিখলেন, 'উহহু, ভাষায় বোঝানো যাবে না। দারুণ উচ্ছ্বসিত।' সঙ্গে ধন্যবাদ জানালেন স্ত্রী সঞ্জনা গণেশনকে, যিনি এই উপহারটি সম্ভব করে তুলেছেন।

বুমরাহর জন্য এই জার্সি শুধু একটি উপহার নয়, বরং বিশেষ আবেগেরও প্রতীক। তিনি দীর্ঘদিন ধরেই ইব্রাহিমোভিচের ভক্ত। ২০২৩ সালে ইব্রার অবসরের পর এক আবেগঘন বার্তায় লিখেছিলেন। 'আমাকে সবসময় অনুপ্রাণিত করার জন্য, আর সেই সিংহহৃদয়, হার না মানা মানসিকতা আবিষ্কার করতে সাহায্য করার জন্য ধন্যবাদ।'

ইব্রাহিমোভিচকে স্মরণ করা হয় তার প্রজন্মের সেরা ফরোয়ার্ডদের একজন হিসেবে। বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড আর এসি মিলানের মতো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোয় তিনি খেলেছেন, রেখেছেন অগণিত দৃষ্টিনন্দন গোল এবং এক অবিচল দাপটের ছাপ। খেলোয়াড়ি জীবন শেষে তিনি এখনো মিলানের সঙ্গে যুক্ত, ক্লাবের বোর্ড উপদেষ্টা ও রেডবার্ডের অপারেটিং পার্টনার হিসেবে ক্রীড়া ও বাণিজ্যিক দিক এগিয়ে নিতে কাজ করছেন।

অন্যদিকে, বুমরাহ ফিরছেন চোটের ধাক্কা কাটিয়ে সীমিত ওভারের ক্রিকেটে। সম্প্রতি ইংল্যান্ডে তিন টেস্টে নিয়েছেন ১৪ উইকেট। ৩১ বছর বয়সী এই পেসার শেষ খেলেছেন ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে আর ওয়ানডেতে নামেননি। তবে আসন্ন এশিয়া কাপে, যা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

5h ago