'আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত,' দারুণ প্রত্যাবর্তনের পর ফ্লিকের উচ্ছ্বাস

এস্তাদি সিউতাত দে ভ্যালেন্সিয়ায় নাটকীয় লড়াই শেষে যেন নতুন করে জন্ম নিল বার্সেলোনা। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও হান্সি ফ্লিকের শিষ্যরা শেষ পর্যন্ত অসাধারণ প্রত্যাবর্তন করে ৩-২ গোলে জয় ছিনিয়ে আনে লেভান্তের বিপক্ষে। নিজের খেলোয়াড়দের নিয়ে তাই দারুণ গর্বিত কোচ হ্যান্সি ফ্লিক।

এদিন শুরুর একাদশে দুটি পরিবর্তন (কাসাদো ও রাশফোর্ড) এবং মিডফিল্ডে আক্রমণাত্মক ভূমিকায় রাফিনিয়াকে নামিয়ে শুরু করেছিল বার্সা। কিন্তু পাঁচজন রক্ষণভাগ নিয়ে খেলা দৃঢ় প্রতিরোধী লেভান্তের সামনে ছন্দ খুঁজে পাচ্ছিল না তারা। বরং দুই গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে যায়।

বিরতির পর দলকে নতুন করে গুছিয়ে নেন হান্সি ফ্লিক। গাভি ও ওলমোকে নামানোর পর মাত্র সাত মিনিটের ব্যবধানে সমতা ফেরায় বার্সা। এর মধ্যে পেদ্রির অসাধারণ এক গোলও ছিল। শেষ মুহূর্তে লামিনের বিপজ্জনক এক ক্রস থেকে এলগেজাবালের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের।

ম্যাচ শেষে ফ্লিক খেলোয়াড়দের মানসিকতা ও প্রতিযোগিতার স্পিরিটের ভূয়সী প্রশংসা করে বলেন, 'আমি দলের জন্য গর্বিত। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছি, লড়েছি, আর তিন পয়েন্ট নিয়েছি। সহজ নয়, কারণ প্রতিপক্ষ সবসময় আমাদের বিপক্ষে অনেক নিচে নেমে খেলে। এ ধরনের ম্যাচে আরও উন্নতি করতে হবে। তবে এই জয় আমাদের বড় শিক্ষা দেবে।'

প্রথমার্ধে লেভান্তের দ্বিতীয় গোলটা এসেছিল বালদের হ্যান্ডবলের কারণে দেওয়া পেনাল্টি থেকে, যেটা সফলভাবে রূপান্তরিত করেন 'কমানদান্তে' মোরালেস। রেফারি আলেহান্দ্রো এরনান্দেজ ভিএআরের সতর্কবার্তার পর বিন্দুমাত্র দ্বিধা করেননি, যদিও আগের ক্লাসিকোয় চুয়ামেনির একই ধরনের হ্যান্ডবলে পেনাল্টি দেননি।

এ প্রসঙ্গে ফ্লিক বলেন, 'এমন সিদ্ধান্তে বিরক্ত লাগে। আমার কাছে বালদের হ্যান্ডবলটা পরিষ্কার মনে হয়নি। তবে শেষ পর্যন্ত রেফারি পরিস্থিতি বিশ্লেষণ করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সেটা সম্মান করতে হবে।'

তবুও ফ্লিক জোর দিয়ে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে দল। 'প্রতিটি ম্যাচ থেকে শেখা জরুরি। লেভান্তে আমাদের জন্য সহজ করেনি, কারণ তাদের দ্রুতগামী খেলোয়াড়রা ম্যাচটাকে কঠিন করে তুলেছিল।'

রাশফোর্ডের পারফরম্যান্স নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এই ইংলিশ তারকার এটাই ছিল ধারে আসার পর প্রথম একাদশে সুযোগ পাওয়া। ফ্লিক বলেন, 'সে দেখিয়েছে সে কতটা ভালো। দ্বিতীয়ার্ধে আমাকে কিছু বদল আনতে হয়েছে এবং রাফিনিয়াকে আবার জায়গায় ফেরাতে হয়েছে। সৌভাগ্য যে পেদ্রির গোল আমাদের অনেক সাহায্য করেছে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago