ইয়ামাল না থাকায় উল্টো হতাশ নিউক্যাসল কোচ!

প্রতিপক্ষ শিবিরের সেরা খেলোয়াড় খেলতে পারছেন না, এরচেয়ে স্বস্তির খবর আর কি হতে পারে একটি দলের জন্য। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ঠিক উল্টোটাই বলছেন নিউক্যাসল কোচ এডি হাওয়ে। এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের বিপক্ষে খেলতে না পারায় হতাশ তিনি।

চ্যাম্পিয়ন্স লিগ মানেই উত্তেজনা, আর যখন প্রতিপক্ষ বার্সেলোনা, তখন তা যেন আরও রোমাঞ্চকর। সেই রোমাঞ্চের পুরোটাই পেতে চেয়েছিলেন হাওয়ে। তবে বৃহস্পতিবারের এই লড়াইয়ের সেই রোমাঞ্চ কিছুটা হলেও কমিয়ে দিয়েছে ইয়ামালের অনুপস্থিতি।

হাওয়ের ভাষায়, 'এটা সত্যিই দুঃখজনক যে ইয়ামাল খেলছে না। আমরা তাকে তার সেরাটা দিতে দেখতে পারব না, এটি হতাশাজনক।'

মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার আক্রমণভাগে আলো ছড়ানো ইয়ামাল আন্তর্জাতিক বিরতিতে চোট পেয়েছেন। গ্রোইন ইনজুরির কারণে এখনও তিনি পুরোপুরি ফিট নন এবং তাই দলভ্রমণে যোগ দেননি। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও নিশ্চিত করেছেন যে, ইয়ামালকে পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে।

তবে ফুটবলবিশ্বে আলোচনা অন্য জায়গায়, হাওয়ের এই 'দুঃখ' আদৌ নিখাদ কি না। অনেকেই মজার ছলে বলছেন, হয়তো ভেতরে ভেতরে তিনি কিছুটা স্বস্তিও পেয়েছেন! কারণ ইয়ামাল মাঠে থাকলে নিউক্যাসল রক্ষণভাগের জন্য সেটাই হতো আসল পরীক্ষার রাত।

এদিকে নিউক্যাসলের শিবিরেও ইনজুরির সমস্যা আছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইয়োআনে উইসা ও জ্যাকব রামসে এই ম্যাচে খেলতে পারছেন না। তাই হাওয়েকে বিকল্প পরিকল্পনা নিয়েই দল সাজাতে হচ্ছে।

তারপরও, ম্যাচটি ঘিরে উত্তেজনার কমতি নেই। সেইন্ট জেমস পার্কে ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে ফেরার সুযোগ পাচ্ছে নিউক্যাসল। আর হাওয়ে স্পষ্ট করেছেন, বার্সাকে হারানোর মতো প্রস্তুত তারা নিয়েই মাঠে নামবেন।

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

47m ago