মায়ামির ডিফেন্স নিয়ে চিন্তিত মাশচেরানো

ডি.সি. ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে প্লে-অফের লড়াই আরও মজবুত করল ইন্টার মায়ামি। তবে কোচ হাভিয়ের মাশচেরানোর মুখে হাসির চেয়ে চিন্তার রেখাই বেশি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, রক্ষণভাগের দুর্বলতা এখনো দলের জন্য বড় সমস্যা।

শেষ চার ম্যাচে মায়ামি হজম করেছে ৯ গোল। পূর্বাঞ্চলীয় কনফারেন্সের প্লে-অফ অঞ্চলের শীর্ষ সাত দলের মধ্যে সবচেয়ে দুর্বল ডিফেন্স মায়ামির, এখন পর্যন্ত হজম করেছে ৪৬ গোল।

মাশচেরানোর ভাষায়, 'এটা আমার সবচেয়ে বড় উদ্বেগ। আমরা যখন পিছিয়ে যাই, তখন মাথা গরম হয়ে যায়, সংগঠন নষ্ট হয়ে যায়। এই লিগে সেটা মারাত্মক ভুল।'

তিনি যোগ করেন, শেষ ছয় ম্যাচে সূক্ষ্ম ভুলগুলোই নির্ধারণ করবে মায়ামির ভাগ্য। তাই খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করাই এখন তাঁর দায়িত্ব।

এদিন ডি.সি. ইউনাইটেডের দুই গোলই এসেছে মায়ামির ভুলে। প্রথমে ক্রিশ্চিয়ান বেন্টেকের দুর্দান্ত হেডে সমতায় ফেরে অতিথিরা, আর শেষ মুহূর্তে ট্রানজিশনে জ্যাকব মুরেলের গোলে চাপে পড়ে মায়ামি।

মাশচেরানো অবশ্য খেলোয়াড়দের সরাসরি দোষ দেননি, বরং বলেন, 'ডিফেন্সিভ স্ট্রাকচারের চেয়ে ট্রানজিশনাল ভুলগুলোই গোল খাওয়ার কারণ। ডি.সি. হয়তো তালিকার নিচে, কিন্তু তারা চার ম্যাচে হারেনি। তাই তাদের বিপক্ষে ম্যাচ সবসময় কঠিন। আজও আমরা সেটা টের পেয়েছি।'

তবে সব আলোচনার কেন্দ্রে আছেন লিওনেল মেসি। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা এখন ৩০, সঙ্গে ১২ অ্যাসিস্ট। এমএলএসে সর্বোচ্চ গোলদাতা তিনি, ২১ ম্যাচে ২২ গোল, এক গোলের ব্যবধানে এগিয়ে আছেন স্যাম সারিজের চেয়ে।

এই জয়ের ফলে ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি উঠে এসেছে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে পঞ্চম স্থানে। হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। তাই প্লে-অফের স্বপ্ন এখন বেশ জোরালো।

আগামী বুধবার নিউ ইয়র্ক সফরে এনওয়াইসি এফসির বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago