৫ মাস মাঠের বাইরে বার্সেলোনার গাভি

আবারও বড় চ্যালেঞ্জের মুখোমুখি বার্সেলোনার প্রতিভাবান মিডফিল্ডার গাভি। মাত্র ২১ বছর বয়সে, এই স্প্যানিশ তারকা খেলোয়াড়কে আগামী চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে। মঙ্গলবার বিকেলে ডা. জোয়ান কার্লেস মনলাউয়ের তত্ত্বাবধানে বার্সা মেডিকেল টিমের অধীনে গাভির আর্থ্রোস্কোপিক সার্জারি সম্পন্ন হয়।
মূলত এটি একটি সাধারণ প্রক্রিয়া হিসেবে পরিকল্পিত ছিল, যেখানে তিনি মাত্র পাঁচ সপ্তাহের জন্য বাইরে থাকবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু অপারেশনের সময় দেখা যায় আঘাতের এলাকা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত, ফলে আরও বিস্তৃতভাবে অস্ত্রোপচার করতে হয়েছে।
বার্সেলোনার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, 'ফার্স্ট টিমের খেলোয়াড় পাবলো পায়েজ গাভির (গাভি) অভ্যন্তরীণ মেনিস্কাস আঘাত সারানোর জন্য আর্থ্রোস্কোপি সম্পন্ন হয়েছে। মেনিস্কাস সংরক্ষণের জন্য সেলাই করা হয়েছে। পুনরুদ্ধারের সময়কাল প্রায় ৪–৫ মাস।'
গাভির এই আঘাত ২০২৩ সালের নভেম্বরের গুরুতর চোটের সঙ্গে সম্পর্কিত নয়। গত বছর স্পেন-জর্জিয়ার ম্যাচে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে ছিঁড়ে যাওয়ার পর তিনি ১১ মাস মাঠের বাইরে ছিলেন। চলতি মৌসুমে ২৯ আগস্ট ট্রেনিংয়ে আঘাত পেয়ে সংরক্ষণমূলক চিকিৎসা নিলেও ব্যথা কমেনি, ফলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন।
গাভি গত মৌসুমে অসাধারণ আত্মত্যাগ ও মানসিক দৃঢ়তার সঙ্গে ৪২টি ম্যাচ খেলেছেন, যদিও তার মধ্যে মাত্র ২০টি শুরুতে। এই গ্রীষ্মে তিনি দলের অন্যান্য খেলোয়াড়দের মতো প্রস্তুতি শুরু করেছিলেন এবং লেভান্তের বিপক্ষে গুরুত্বপূর্ণ কমব্যাকের অংশ ছিলেন। হান্সি ফ্লিক তার উপর অনেক ভরসা রেখেছিলেন, ক্যাপ্টেনের মানসিকতা আর অনন্য প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে।
তবে এবার তাকে পেছনের দিকে বসে দলের প্রতি সমর্থন দিতে হবে। লস প্যালাসিওসের এই সন্তান প্রায় নতুন করে শুরু করতে যাচ্ছেন, কিন্তু মন সব সময় স্প্রিংয়ে মাঠে ফিরে আসার লক্ষ্য নিয়ে দৃঢ়।
Comments