মেসির প্রসঙ্গ টেনে প্রশ্নে হামজার জবাব, ‘ফুটবল দলগত খেলা’

ছবি: ফিরোজ আহমেদ

হামজা চৌধুরীর মতে, যদি লিওনেল মেসিও লাল-সবুজ জার্সি গায়ে খেলতেন, তবুও বাংলাদেশ দলের জন্য সঠিক কৌশল খুঁজে বের করা ও দলীয় চেতনা গড়ে তোলা সহজ হতো না। কারণ হিসেবে তিনি মনে করিয়ে দেন, ফুটবল কখনোই স্রেফ একজন খেলোয়াড়ের বিষয় নয়।

মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দ্বিতীয় অনুশীলন সেশন। এর আগে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা এমন মন্তব্য করেন। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী বৃহস্পতিবার হংকং, চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন বুটাররা।

গতকাল সোমবার ইংল্যান্ড থেকে বাংলাদেশে পৌঁছানো হামজা সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনুশীলনের আগে। একজন সাংবাদিক প্রশ্ন করেন, যেহেতু অনেকেই তাকে বাংলাদেশের 'মেসি' হিসেবে দেখেন, তাই তাকেসহ দল ভালো খেললেও তাকে ছাড়া একটুও ভালো খেলে না — এমন আলোচনা নিয়ে তার মতামত কী?

হাসতে হাসতে বিনয়ী হামজা জবাব দেন, 'অবশ্যই এমন কিছু না। দিনশেষে ফুটবল একটি দলগত খেলা। আমি মনে করি, এমনকি যদি মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমরা কৌশল খুঁজে বের করা ও দলীয় চেতনা গড়ে তোলা নিয়ে বেগ পেতে হতো আমাদের। কারণ, ফুটবল কখনোই কেবল একজন ব্যক্তিকে নিয়ে হয় না। আর আমাকে ঘিরে তো নয়ই।'

২৮ বছর বয়সী তারকা যোগ করেন, 'তাই সবচেয়ে বড় বিষয় হলো— একটি জাতি হিসেবে, একটি দল হিসেবে একসঙ্গে থাকা। ইনশাআল্লাহ, আমরা দল হিসেবে সফল হতে পারব।' 

বাছাইয়ের 'সি' গ্রুপে দুটি করে ম্যাচশেষে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট সমান ৪। বাংলাদেশ ও ভারত পেয়েছে ১ পয়েন্ট করে। যদিও হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া নিয়ে আশাবাদী হামজা, তবে দলের আত্মবিশ্বাস আরও বাড়ানোর তাগিদ দেন তিনি।

Comments