হংকং কোচ বললেন তার দলে একাদশেই জায়গা হতো না হামজার!

ashley westwood & Hamza Chowdhury
অ্যাশলে ওয়েস্টউড ও হামজা চৌধুরী। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ-হংকং ম্যাচের আগে কথার লড়াইয়ে ঝাঁজ দেখালেন হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন বাংলাদেশের সেরা তারকা হামজা চৌধুরীর তার দলে একাদশেই জায়গা হতো না!

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বৃহস্পতিবার রাতে জাতীয় স্টেডিয়ামে হংকং-চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে বেশ উত্তাপ ভর করেছে দেশের ফুটবলে। সেটা আরেকটু বাড়িয়ে দিলেন ওয়েস্টউড।

বুধবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন হংকং কোচ। তার জানতে চাওয়া হয়েছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা যদি তার দলে থাকতেন তাহলে তিনি তাকে কোথায় খেলাতেন। এই প্রশ্নের জবাবে ইংলিশ এই কোচের সাফ জবাব, 'সম্ভবত বেঞ্চে।'

খেলোয়াড়ি জীবনে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন হংকংয়ের  কোচও। সেই অভিজ্ঞতা থেকে তার দাবি একজন খেলোয়াড় ব্যবধান গড়তে পারবেন না,  'আমরা তার ক্ষমতা সম্পর্কে অবগত। ইংল্যান্ডে তার বেশিরভাগ খেলাই একজন ডিফেন্ডার হিসেবে রাইট-ব্যাক পজিশনে। আমরা জানি মাঝমাঠে খেলতে পারে এখানে । সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। কিন্তু ব্যাপারটা হলো একটি দল। একজন খেলোয়াড় একটি দল তৈরি করে না। আমাদের ক্ষেত্রেও একই। আমাদের ভালো ব্যক্তিগত প্রতিভা আছে, কিন্তু আমরা একটি সম্মিলিত দলগত চেতনার উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের বদলি খেলোয়াড়দের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করি।'

এশিয়ান কাপ বাছাইপর্বে ভালো অবস্থায় আছে হংকং। ভারতকে হারিয়ে দেওয়ার পর সিঙ্গাপুরের সঙ্গে ড্র করেছে তারা। অন্যদিকে ভারতের সঙ্গে ড্র করলেও ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Dhaka Customs House to remain open 24/7 over the next two days

The step has been taken to keep trade activities running after the Dhaka airport fire

41m ago