রিয়ালে আর অস্পর্শনীয় নন ভিনিসিয়ুস!

Vinicius Junior

রিয়াল মাদ্রিদে একসময় যিনি ছিলেন সবচেয়ে উজ্জ্বল আলো, যার নামের পাশে লেখা থাকত 'অস্পর্শনীয়', সেই ভিনিসিয়ুস জুনিয়র এখন রয়েছেন বিক্রির তালিকায়! এমনটাই জানিয়েছে ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। তাতে এক ঝটকায় আলোড়ন তুলেছে ইউরোপীয় ফুটবলে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এখন ব্রাজিলিয়ান তারকাকে বিক্রির ব্যাপারে আর অনড় নয়। সঠিক প্রস্তাব এলেই, ভিনিসিয়ুসের বিদায় ঘটতে পারে সান্তিয়াগো বার্নাব্যু থেকে। তবে সে প্রস্তাব হতে হবে রেকর্ডভাঙা ২৫০ মিলিয়ন ইউরো (প্রায় ২৯০ মিলিয়ন ডলার)!

এই বিপুল অঙ্কের সঙ্গে পাল্লা দিতে পারবে হাতে গোনা কয়েকটি ক্লাবই। আর সবার নজর এখন সেই দিকেই, সৌদি প্রো লিগের বিলাসী ক্লাবগুলোর দিকে। পূর্বেও সৌদি আরবের ধনাঢ্য ক্লাবগুলোর সঙ্গে ভিনিসিয়ুসের নাম জড়িয়েছে। তখন গুঞ্জন উঠেছিল, তাকে নাকি দেওয়া হতে পারে ১ বিলিয়ন ইউরোর প্রস্তাব! যদিও তখন কিছু হয়নি, কিন্তু সেই গুঞ্জনের ধোঁয়া এখনো মিলায়নি।

চলতি মৌসুমে ১০ ম্যাচে ৫ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। কিন্তু এখন রিয়ালের মূল নায়ক কিলিয়ান এমবাপে। মাঠে আলো কাড়ছেন তিনিই, আর ভিনির ভূমিকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে গৌণ।

স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, 'ভিনিসিয়ুস জুনিয়র আর রিয়াল মাদ্রিদের জন্য অস্পর্শনীয় নন! ক্লাবটি আগামী গ্রীষ্মেই সৌদি আরবের ক্লাবের সঙ্গে তার বিক্রির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। প্রত্যাশিত অঙ্ক অন্তত ২৫০ মিলিয়ন ইউরো, যা কয়েক মাস আগেও অকল্পনীয় ছিল।'

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু তিনি যদি নবায়নে রাজি না হন, তাহলে রিয়ালের সামনে বিকল্প থাকবে না, তাদের প্রস্তাব শুনতেই হবে। এদিকে শোনা যাচ্ছে, সৌদি ক্লাব আল-আহলি ইতিমধ্যে ভিনির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে। তারা এমন প্রস্তাব দেবে যা ২০১৭ সালে নেইমারের বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোকে ছাড়িয়ে যেতে পারে।

সৌদি প্রো লিগের সিইও ওমর মুগারবেল মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কাকে জানিয়েছেন, 'আমাদের কোনো স্বপ্ন নেই, এটা সময় ও আলোচনার বিষয়। বিদেশি খেলোয়াড় সব সময়ই সৌদি লিগের অংশ। তবে গত দুই বছরে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে খেলোয়াড়দের মানে। বেনজেমার মতো তারকারা লিগের প্রভাব বাড়িয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।'

অন্যদিকে, আল-ইত্তিহাদ ক্রীড়া পরিচালক রামন প্লানেস, যিনি একসময় বার্সেলোনারও দায়িত্বে ছিলেন, বলেন, 'আমি ভিনিসিয়ুসের সৌদি লিগে যোগ দেওয়াকে একেবারেই উড়িয়ে দিচ্ছি না।

এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগ গড়ে তোলার পরিকল্পনার অংশ। ভিনিসিয়ুস এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন, এমন খেলোয়াড়দেরই আমরা টার্গেট করছি।'

তিনি আরও যোগ করেন, 'স্টিভেন বার্গভেইন, হুসেম আওয়ার, মুসা ডিয়াবির মতো ২৫-২৭ বছর বয়সী খেলোয়াড়দের আমরা এনেছি, যারা সেরা সময়ে আছেন। পাশাপাশি তরুণদেরও সুযোগ দিচ্ছি। তাই ভিনিসিয়ুসের মতো তারকার আসা একদমই অসম্ভব নয়।'

বর্তমানে জাতীয় দলের হয়ে এশিয়ায় প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলের শিবিরে আছেন ভিনিসিয়ুস। সেই ম্যাচ শেষে তিনি ফিরে আসবেন লা লিগার পরবর্তী ম্যাচ গেতাফের বিপক্ষে, যেখানে রিয়াল শীর্ষস্থান ধরে রাখার লড়াই চালিয়ে যাবে

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago