দ্বিতীয় অ্যাশেজ টেস্টে কামিন্সের ফেরার প্রত্যাশা অস্ট্রেলিয়ার
অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় অ্যাশেজ টেস্টেই মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী অস্ট্রেলিয়া প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। একই সঙ্গে তিনি মনে করেন, পুরো সিরিজ থেকেই ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি আরেক পেসার পেসার জশ হ্যাজেলউডের।
৪ ডিসেম্বর ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে ডে-নাইট টেস্টে তার খেলার সম্ভাবনা নিয়ে শনিবার নিজেকে 'হাফ চান্স' হিসেবে মূল্যায়ন করেছিলেন কামিন্স। তবে সোমবার পার্থে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ ম্যাকডোনাল্ড জানালেন, পরিস্থিতি তার চেয়েও ভালো।
পার্থ টেস্টের চতুর্থ দিনে নেটে বোলিং করার কথা ছিল ৩২ বছর বয়সী কামিন্সের। কিন্তু দুই দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয় সেই পরিকল্পনাকে একদিন পেছালো। ম্যাকডোনাল্ড বলেন,
'যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তবে সে আবার নেটে ফিরলেই আমরা পরিষ্কার ধারণা পাবো, তার প্রত্যাবর্তন কেমন হতে পারে।'
'টেস্ট শুরুর আগ পর্যন্ত তার অবস্থা নিয়ে সতর্ক পর্যবেক্ষণ চলবে। কিছু কাজ এখনো বাকি, তবে পুরো প্রক্রিয়াই প্রায় শেষের দিকে, এটা খুবই ইতিবাচক,' যোগ করেন এই কোচ।
প্রথম টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন তিন পেসারের অভিজ্ঞ সদস্য জশ হ্যাজেলউড। তবে কোচ নিশ্চিত করেছেন, সিরিজের কোনো এক পর্যায়ে তাকে পাওয়া যাবে।
'রিকভারি সপ্তাহ চলছে। সামনে এগোলে আমরা আরও ভালোভাবে জানাতে পারব। তবে সিরিজের কোনো এক সময় সে ফিরবে, এমনটাই আমাদের ধারণা।'
এদিকে তৃতীয় সদস্য মিচেল স্টার্ক প্রথম টেস্টেই দেখিয়েছেন তার জাদু। নিয়েছেন ১০ উইকেট, যেখানে পেস বোলিং ছিল একচ্ছত্র, যদিও ট্রাভিস হেডের বিস্ফোরক ১২৩ রানের ইনিংসই শেষ পর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দেয়।
পার্থে পিঠে স্পাজমে ভুগে দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে না পারা উসমান খাজা দেশে ফিরে চেকআপ করিয়েছেন। কিন্তু ব্রিসবেন টেস্টে ফিট থাকলেও তার জায়গা নিশ্চিত নয় বলে মনে করেন ম্যাকডোনাল্ড, 'এখনো অনেক সময় বাকি। তথ্য সংগ্রহ করতে হবে। আশা করছি উসমান ফিট থাকবে, কিন্তু স্পাজম মানেই পিঠে আরও কিছু চলছে, তাই গভীর পর্যবেক্ষণ জরুরি।'
তার পরিবর্তে ওপেনিংয়ে নেমে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড। আগামীতে দ্বিতীয় ইনিংসে এমন ব্যাটিং অর্ডার পরিবর্তন দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেন কোচ, 'ওয়ানডেতে যেমন রান তাড়ার পরিস্থিতি বুঝে ওপেনিংয়ে পরিবর্তন আনা হয়, টেস্টেও মাঝে মাঝে এমনটা করা যেতে পারে। ট্রাভিসকে ওপেন করানোর ব্যাপারে আমরা আগেও আলোচনা করেছি।'
ডে-নাইট টেস্টে পেসাররা সাধারণত বাড়তি সুবিধা পান। তবুও স্পিনার ন্যাথান লায়নকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান ম্যাকডোনাল্ড, 'এটা আমরা সহজে করি না। পিংক বল টেস্টে দিনের মাঝামাঝি সেশন সাধারণত শান্ত থাকে, আর সেখানে নাথান সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'


Comments