বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: পরিসংখ্যান কার পক্ষে?

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের 'বি' গ্রুপের ম্যাচে মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ও চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে খেলা শুরু শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির সেই উত্তপ্ত ম্যাচের পর থেকে এই দুই দলের লড়াই মানেই বাড়তি রোমাঞ্চের আভাস। সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনার যেমন দেখা মিলেছে, তেমনি পাওয়া গেছে বিতর্কের খোরাক।
ভক্তদের মধ্যে ঝাঁজ বেশি থাকলেও ক্রিকেটাররা দ্বৈরথের বিষয়টি নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চান না, যার প্রমাণ মিলেছে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসালাঙ্কার কথায়, 'আসলে দ্বৈরথটা ভক্তদের মাঝেই আছে। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি, এই যা।'
ম্যাচটির ফল দুই দলের জন্য মহাগুরুত্বপূর্ণ, যা এবারের টুর্নামেন্টে তাদের গতিপথ ঠিক করে দিতে পারে। সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথে কারা এগিয়ে যাবে, সেই হিসাব স্পষ্ট হয়ে যাবে অনেকখানি।
বহু প্রতীক্ষিত এই ম্যাচের আগে এক নজরে দেখে নেওয়া যাক কারা এগিয়ে আছে পরিসংখ্যানে—
* টি-টোয়েন্টিতে সামগ্রিক লড়াইয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি হওয়া ২০ ম্যাচের ১২টিতে জয় তাদের, বাংলাদেশ জিতেছে বাকি আটটিতে।
* এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের আসরে দুই দলের রেকর্ড অবশ্য সমানে সমান। ২০১৬ সালে মিরপুরে জিতেছিল বাংলাদেশ, আর ২০২২ সালে দুবাইয়ে জিতেছিল লঙ্কানরা।
* সবশেষ দ্বিপাক্ষিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টাইগাররা। গত জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিল লিটনের দল।
* শেষবার কোনো বড় আসরে দুই দলের দেখা হয়েছিল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ২ উইকেটে।
Comments